আহ্বায়ক নাদিম সদস্য সচিব মুনির

বেসিস সংস্কার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সংস্কার পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত সাধারণ সভায় বেসিস সংস্কার পরিষদের ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে বেসিস সংস্কার পরিষদের মুখপাত্র ফৌজিয়া নিগার সুলতানাসহ কোর মেম্বাররা উপস্থিত ছিলেন। সভায় সবার সম্মতিক্রমে বাংলা পাজেল লিমিটেডের সিইও নাদিম মজিদকে আহ্বায়ক এবং ওএস আইটি সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুজ্জামান মুনিরকে সদস্য সচিব করা হয়।

বিজ্ঞাপন

বেসিস সংস্কার পরিষদের আহ্বায়ক নাদিম মজিদ বলেন, ‘বেসিস সংস্কার পরিষদের অব্যাহত আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত বেসিসের পূর্ববর্তী কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের একটি দাবি পূরণ করা হলেও ফাইনান্সিয়াল অডিট, মেম্বার অডিটসহ বেশ কিছু এজেন্ডা এখনো বাস্তবায়ন হয়নি। বেসিস সংস্কার পরিষদ এসব দাবি পূরণের লক্ষ্যে কাজ করবে।’

কমিটির সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মুনির বলেন, ‘সভার সিদ্ধান্ত অনুসারে ক্রমান্বয়ে আমরা সংস্কারের প্রতি মনোভাবাপন্ন সদস্যদের এ পরিষদে অন্তর্ভুক্ত করবো। এ ছাড়া সব সময় মেম্বারদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেসিসের ইসি কমিটিকে সহায়তা করে যাবো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য, বেসিস বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলোর সংগঠন। বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে এ সংগঠনের ২ হাজার ৬শ’র বেশি সদস্য আছেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।