এক চার্জে ১০০ কিলোমিটার চলবে স্কুটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪

টিভিএস একের পর এক নতুন স্কুটার আনছে বাজারে। সংস্থার একটি জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটার হচ্ছে আইকিউব। এই স্কুটার মূলত আইকিউবের ৩.৪ কিলোওয়াট আওয়ারের এবং এস ট্রিমের ওপর ভিত্তি করে আনা হয়েছে বাজারে।

টিভিএস আইকিউবা একটি পূর্ণ বৈদ্যুতিক স্কুটার, যা একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত। এতে ৪.৪ কিলোওয়াট বা প্রায় ৬ হর্সপাওয়ার শক্তির মোটর রয়েছে, যা স্কুটারটি শক্তিশালী এবং দ্রুতগামী করে। এটি শহরের রাস্তার জন্য আদর্শ, যেখানে দ্রুত এবং নিরাপদ যাত্রা করা প্রয়োজন।

আইকিউবা স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে, যা ৪.৫৬ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন। একবার চার্জে স্কুটারটি ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এটি এক পূর্ণ চার্জে প্রায় ৪-৫ ঘণ্টা সময় নেয় এবং দ্রুত চার্জিং প্রযুক্তির মাধ্যমে ১-২ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হতে পারে।

আইকিউবা স্কুটারটি তিনটি মোডে চলতে সক্ষম। ইকো মোড-যেখানে স্কুটারটি সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিতে চলে, ব্যাটারি সাশ্রয়ী থাকে। নরমাল মোড-যেখানে গতি ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে, ব্যালেন্সড পারফরম্যান্স পাওয়া যায়। স্পিড মোড: সর্বোচ্চ গতি ৭৮ কিলোমিটার প্রতি ঘণ্টায়, যা শহরের যাতায়াতের জন্য চমৎকার।

টিভিএস আইকিউবা আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের একটি স্কুটার। এর স্লিম এবং এয়ারোডাইনামিক ডিজাইন শহরের ট্রাফিকে সহজে চলাচল করতে সহায়তা করে। স্কুটারটির সামনে একটি স্টাইলিশ হেডল্যাম্প এবং এলইডি টেইল লাইট রয়েছে, যা এর সৌন্দর্য বাড়ায়।

টিভিএস আইকিউবা স্কুটারটি একটি স্মার্ট কন্ট্রোল সিস্টেমের সঙ্গে আসে, যা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে পরিচালিত হয়। এই অ্যাপের মাধ্যমে আপনি স্কুটারের ব্যাটারি অবস্থান, রেঞ্জ এবং স্কুটারের অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন। এছাড়া এতে অ্যান্টি-থিফ এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে।

আইকিউবা স্কুটারের ব্যাটারি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সহজে আলাদা করে চার্জ করা যায়। চার্জিং পয়েন্টে ব্যাটারি সংযুক্ত করা হলে, আপনি সহজেই এটি চার্জ করে নিয়ে যেতে পারবেন।

স্কুটারটির একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল রয়েছে, যেখানে স্কুটারের সব তথ্য যেমন গতি, ব্যাটারি লেভেল এবং মাইলেজ দেখা যায়। স্কুটারটি রিভার্স মোডে চলতে সক্ষম, যা পার্কিং ও সংকীর্ণ জায়গায় সহজে চালনা করতে সাহায্য করে।

আইকিউবা স্কুটারে উন্নত ব্রেকিং সিস্টেম রয়েছে, যেমন ডিস্ক ব্রেক ফ্রন্ট এবং রিয়ার সাইডে, যা দ্রুত এবং নিরাপদ ব্রেকিং নিশ্চিত করে। এতে সিবিএস প্রযুক্তি রয়েছে, যা স্কুটারের নিয়ন্ত্রণ আরও উন্নত করে। স্কুটারটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক চার্জে ১০০ কিলোমিটার অনায়াশে যেতে পারবেন।

আরও পড়ুন

সূত্র: হিন্দুস্থান অটো

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।