হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে যে সুবিধা পাবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

সারাক্ষণ বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। আপনার মতো বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে।

সারাক্ষণ কাজের জন্যে একজনের মেসেজ বা ফাইল ফরওয়ার্ড করছেন অন্যজনকে। এখন থেকে মেসেজ ফরওয়ার্ড করার সময় আপনার ইচ্ছা মতো বার্তাও যুক্ত করতে পারবেন।

ফরওয়ার্ড করা কনটেন্ট, তা সে ছবি হোক, জিআইফ ফাইল বা কোনো ডকুমেন্ট, তার একটা অসুবিধা আছে। ওগুলো পাঠানোর সময়ে নিজেদের কোনো মেসেজ যোগ করা যেত না। এতে অবশ্য অভ্যস্ত হয়ে গিয়েছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

তবে মেটার মালিকানাধীন সংস্থা সেই অসুবিধার জায়গাটাও আর রাখতে চায় না। ফলে এবার থেকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা কনটেন্টের সঙ্গে কাস্টম মেসেজ যোগ করার ফিচার আসতে চলেছে। এই ফিচার বিটা টেস্টারদের জন্য এরই মধ্যে চালু হয়েছে।

হোয়াটসঅ্যাপের বিটা অ্যান্ড্রয়েড ভি২.২৪.২৫.৩ ভার্সনে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। টেক্সট, ডকুমেন্ট, ভিডিও, লিঙ্ক, ইমেজ-সব ক্ষেত্রেই যাতে এই কাস্টম মেসেজ যোগ করার ফিচার ঠিকভাবে কাজ করে তা দেখা হচ্ছে।

কিছুদিনের মধ্যেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সবার জন্য রোল আউট করা শুরু হয়ে যাবে। ফলে এবার থেকে চাইলে কোনো ফরওয়ার্ড মেসেজের ক্যাপশন মুছে নিজের প্রয়োজনমতো মেসেজ যোগ করা যাবে বা মজাদার করে তুলতে ব্যবহার করা যাবে ব্যাকগ্রাউন্ড। এভাবেই ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা নিতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।