প্রথমবার গাড়ি কেনার সময় যেসব ব্যাপারে খেয়াল রাখবেন
গাড়ির শখ কমবেশি সবারই আছে। নিজের একটি গাড়ি থাকলে, যখন যেখানে খুশি চলে যাওয়া যাবে সেটিকে সঙ্গী করে। তবে সেই স্বপ্ন পূরণ করতে অনেকের কম সময় লাগে আবার কারও বেশ অনেকটা সময় লেগে যায়। তাই তো এত সাধের গাড়ি একটু বুঝে শুনেই কেনা ভালো।
আবার তা যদি হয় প্রথমবার। তাহলে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। জেনে নিন কী কী বিষয়ে সতর্ক হবেন-
বাজেট নির্ধারণ
গাড়ি কেনার আগে প্রথমেই সঠিক ভাবে বাজেট নির্ধারণ করতে হবে। নতুন গাড়ি নাকি সেকেন্ড-হ্যান্ড গাড়ি কেনা উচিত-সেটা ঠিক করতে হবে। নতুন গাড়ির দাম একটু বেশি পড়ে যাবে। তবে সেটা দীর্ঘ সময়ের জন্য ভালো পরিষেবা দিতে পারে। অন্যদিকে সেকেন্ড-হ্যান্ড গাড়ি কম দামে পাওয়া যাবে। আর প্রথম ড্রাইভিংয়ের জন্য কিন্তু ভালো বিকল্প হতে পারে। সব জানা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে কোনটি কিনবেন।
গাড়ির রানিং কস্ট
গ্রাহক কীভাবে নিজের গাড়ি ব্যবহার করবেন, সেটা ভাবনাচিন্তা করাটাও গুরুত্বপূর্ণ। শহরে বেশি গাড়ি চালানো হলে মারুতি সুজুকি, হুন্দাই, অন্যদিকে যাঁরা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করেন কিংবা হাইওয়ে দিয়ে যাতায়াত করেন, তারা হুন্দাই সিটি কিংবা টাটা নিক্সন-এর মতো সিডান অথবা এসইউভি মডেল কিনতে পারেন।
মাইলেজ ও রক্ষণাবেক্ষণ
প্রথম গাড়ি কেনার ক্ষেত্রে এই দুই বিষয়ও মাথায় রাখা আবশ্যক। গাড়ি কম চললে পেট্রোল গাড়ি ভালো বিকল্প হতে পারে। গাড়ি বেশি চালানো হলে ডিজেল অথবা সিএনজি মডেলই ভালো।
সেফটি ফিচার
প্রথম গাড়ি কিনতে গেলে সেফটি ফিচারও বিবেচনা করা গুরুত্বপূর্ণ। গাড়ির মধ্যে ড্যুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) , রিয়ার পার্কিং সেন্সর এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ইএসসি)-র মতো ফিচার থাকা আবশ্যক। এর পাশাপাশি গাড়ির রিসেল ভ্যালুও মাথায় রাখতে হবে। এতে ভবিষ্যতে ভাল দাম পেতে সুবিধা হবে।
পারফরম্যান্স ও কমফোর্ট
গাড়ি কেনার আগে একটা টেস্ট ড্রাইভ নিতে হবে। এতে গাড়ির পারফরম্যান্স, কমফোর্ট বুঝতে সুবিধা হবে। টেস্ট ড্রাইভ নিলে স্টিয়ারিং, ব্রেক এবং সিটি কমফোর্ট অনুভব করা সম্ভব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এএসএম