ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নতুন চেয়ারপারসন আমিনুল হাকিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪
মোহাম্মদ আমিনুল হাকিম/ ফাইল ছবি

বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) ২০২৪-২৬ মেয়াদের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির জেনারেল ম্যানেজার সাইদুর রহমান ও ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল এর সিনিয়র লেকচারার মো. সাইমুম রেজা তালুকদার। মহাসচিব হয়েছেন কম্পিউটার জগতের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু এবং নির্বাহী সদস্য হয়েছেন বিএনএনআরসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (আইজিএফ) হলো ইন্টারনেট গভর্নেন্স সংক্রান্ত বিষয়ে নীতি সংলাপের জন্য একটি মাল্টিস্টেকহোল্ডার গভর্নেন্স গ্রুপ। জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক কার্যক্রমকে এগিয়ে নিতে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম একটি মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম যা ইন্টারনেটের উন্নয়নে জন্য সরকারের সঙ্গে অধিপরামর্শ ছাড়াও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে বিআইজিএফের নতুন চেয়ারপারস মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, শুধু দেশেই নয়, ইন্টারনেট নিয়ে আন্তর্জাতিক পলিসিগুলোও ঠিক করা উচিত। যাতে এ খাতে কোনও বৈষম্য না থাকে এবং মাল্টিস্টেক হোল্ডারদের নিয়ে ইন্টারনেট পলিসিগুলো ঠিক করা উচিত। আমরা এসব নিয়ে কাজ করবো। এছাড়া নতুন প্রযুক্তি যেমন: আইওটি, এআই, বিগ ডেটা ইত্যাদি নিয়ে আমরা সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি কাজগুলো করতে চাই।

এএএইচ/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।