এখন ইনস্টাগ্রাম পেজ রিসেট করতে পারবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৮ নভেম্বর ২০২৪

বিশ্ব জুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। সেলিব্রিটি থেকে শুরু করে পরিচিত অসংখ্য মানুষকে বা পেজে ফলো করছেন। অনেক সময় নিজেদের রেকমেন্ডেশনে যা দেখছেন, তা নিয়ে সন্তুষ্ট থাকেন না ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে এবার হয়তো তাদের সেই মুশকিল আসান হতে চলেছে। কারণ তারা শিগগির রিসেট বাটনে চাপ দিতে পারবেন।

মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একটা নতুন সুবিধা এনে দিচ্ছে। আসলে এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের এক্সপ্লোর, রিলস এবং ফিড সেকশনে প্রদর্শিত কনটেন্ট ক্লিয়ার করে সবটা রিফ্রেশ করে দিতে পারবেন।

মেটা বলছে যে, ব্যবহারকারীদের রেকমেন্ডেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পার্সোনালাইজ হতে শুরু করবে। কেমন কন্টেন্ট তারা দেখেন এবং কেমন ধরনের অ্যাকাউন্টের সঙ্গে তারা আলাপচারিতা করেন, তার ভিত্তিতে ব্যবহারকারীদের নতুন কন্টেন্ট দেখানো হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইনস্টাগ্রামের নতুন রিসেট ফিচারটি নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সারাবিশ্বের ব্যবহারকারীদের জন্য শিগগির এই ফিচার রোলআউট করা হবে।

ইনস্টাগ্রামের নতুন রিসেট ফিচার কীভাবে ব্যবহার করবেন দেখে নিন-

কন্টেন্ট রেকমেন্ডেশন রিসেট করতে-
>> প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ খুলতে হবে।
>> সেটিংস & জিটি-তে যেতে হবে।
>> এরপর কনটেন্ট প্রেফারেন্সেস দিতে হবে।
>> এবার ‘রিসেট সাজেস্টেড কনটেন্ট’-এ ক্লিক করতে হবে।

রিসেটিংয়ের সময় ব্যবহারকারীরা সেই অ্যাকাউন্ট দেখতেই সক্ষম হবেন, যেগুলো তারা ফলো করছেন। যার ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টকে আনফলো করে দিতে পারেন, যেগুলো থেকে শেয়ার হওয়া কন্টেন্ট একেবারেই তাদের পছন্দ না।

সূত্র: মেটা

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।