আপনার এলাকার বাতাস কতটা দূষিত জানাবে গুগল ম্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২২ নভেম্বর ২০২৪

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।

তবে এখন আপনার শহরের বায়ু কতটা দূষিত তা জানতে পারবেন গুগল ম্যাপ থেকেই। বাতাসের গুণগত মান কোন এলাকায় কেমন তা বোঝাতে কালার কোড সিস্টেম ব্যবহার করছে গুগল ম্যাপ। গুগল ম্যাপের মোবাইল এবং ওয়েবসাইট ভার্সনে এই পরিষেবা মিলছে।

গুগল ম্যাপের একিউআই ট্র্যাকারে একিউআই-এর রেঞ্জ ০ থেকে ৫০০ পর্যন্ত রয়েছে। এই রেঞ্জ ৬ ভাগে বিভক্ত। প্রতিটি রেঞ্জের জন্য ভিন্ন রঙের শেড ব্যবহার করা হয়েছে। যেখানে বাতাসের গুণমান সবথেকে ভালো, সেই জায়গার রঙ সবুজ। যেখানে বাতাসের হাল সবচেয়ে খারাপ, সেই এলাকা গাঢ় লাল রং দিয়ে বোঝানো হয়েছে গুগল ম্যাপে।

যেভাবে ফিচারটি ব্যবহার করবেন-

>> গুগল ম্যাপের আপডেট ভার্সন ডাউনলোড করুন আপনার ডিভাইসে।

>> যে এলাকার বাতাসের গুণমান দেখতে চাইছেন, গুগল ম্যাপে সেই এলাকা সার্চ করুন।

>> সেই এলাকা ম্যাপে লোড হলে ম্যাপের ডান দিকের কোণে থাকা ‘লেয়ার’ আইকনে যান।

>> লেয়ারের মধ্যেই আপনি ‘এয়ার কোয়ালিটি’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই নির্বাচিত এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখতে পাবেন।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।