হোয়াটসঅ্যাপে এলো আনসেন্ড মেসেজ ড্রাফট ফিচার
বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে।
এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে আনসেন্ড মেসেজ ড্রাফট। এটি ব্যবহারকারীদের জন্য খুবই উপকারী হবে বলেই মনে করছে মেটা। অনেক সময় এমন হয় যে কাউকে মেসেজ লিখতে গিয়ে ব্যস্ততার কারণে পুরোটা লিখে পাঠানো হয় না। পরে হয়তো ভুলে যান কি লিখতে চেয়েছিলেন।
আরও পড়ুন
এখন আর সেই সমস্যায় পড়তে হবে না। এই ফিচারের সাহায্যে ইউজাররা আনসেন্ট মেসেজ সেভ করতে পারবেন। এর ফলে অসমাপ্ত মেসেজ আর হারিয়ে যাবে না। কেননা মেলের মতোই তা ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে।
অনেক সময়ই এমন হয়, কোনো মেসেজ টাইপ করার পর হয়তো তা আর পাঠানো হল না। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটাকে সবুজ রঙের ‘ড্রাফট’ হিসেবে লেবেল করে দেবে চ্যাট লিস্টে। ফলে অনায়াসেই কোনো ইউজার ড্রাফট প্রিভিউ ও লেবেলের সাহায্যে সেগুলোকে শনাক্ত করতে পারবেন। চাইলে সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবেন নির্দিষ্ট নম্বরে।
আরও পড়ুন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এমএস