স্মার্টফোনেই পাবেন এসি-টিভির রিমোর্ট
স্মার্টফোন সারাক্ষণের সঙ্গী। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে জানেন কি? স্মার্টফোনে এমন একটি ফিচার আছে যার মাধ্যমে ঘরের যে কোনো ডিভাইস কন্ট্রোল করতে পারবেন।
ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখেই নিত্যনতুন ফিচার নিয়ে আসে ফোন কোম্পানিগুলো। এই সব ফিচারের কথা মোটামুটি সবাই জানেন। কিন্তু ফোনে কিছু সিক্রেট ফিচারও থাকে, যা আমরা অনেকেই জানি না। ফলে ব্যবহারও করতে পারি না।
এই যেমন আইআর ব্লাস্টার ফিচারটি। এর সাহায্যে ইউজার বাড়ির যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন টিভি, এসি ইত্যাদি। একসঙ্গে অনেক কাজ করতে পারে।
- আরও পড়ুন
- এক চার্জে এই ব্যাটারি চলবে ৫০ বছর
আইআর ব্লাস্টার এমন ফিচার যা ইউজারের হাতের স্মার্টফোনটিকে মুহূর্তে সর্বজনীন রিমোটে বদলে দেয়। এটা আদতে একটা ছোট সেন্সর। প্রায় সব স্মার্টফোনেই ইনস্টল করা থাকে। এই ফিচার ইনফ্রারেড সিগন্যাল পাঠাতে পারে। এটাই এর কাজ।
এই ফিচারের সাহায্যে টিভি, এসি, সেট টপ বক্সের মতো ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যায়। টিভির চ্যানেল বদলানো, এসি বাড়ানো বা কমানো – সব করা যায়। রিমোটের সমস্ত বোতামও এতে থাকে।
স্মার্টফোনে খুব ছোট আইআর ইমিটার থাকে। এটাই ইনফ্রারেড সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল বাড়ির ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে পারে। ফলে কাজও হয়। ইউজার যখন ফোনে কোনও বাটন প্রেস করেন তখন সেটা আইআর ইমিটার থেকে বিশেষ সিগন্যাল পাঠায়।
সিগন্যালের নির্দেশ অনুযায়ী ডিভাইস কাজ করে। এইভাবে যে কেউ তার হাতের স্মার্টফোন থেকে বাড়ির সব ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন। অর্থাৎ এখন থেকে টিভি, এসি-এর জন্য আর আলাদা আলাদা রিমোটের প্রয়োজন নেই। স্মার্টফোন থেকেই সব করে নিতে পারবেন।
সূত্র: স্মার্টপিক্স
কেএসকে/এএসএম