এক চার্জে ৭দিন চলবে এই স্মার্ট রিং

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১২ নভেম্বর ২০২৪
ছবি: স্যামসাং

বর্তমানে স্মার্ট গ্যাজেটগুলোর মধ্যে ফোনের পাশাপাশি ইয়ারবাড এবং স্মার্টওয়াচ খুবই জনপ্রিয়। তবে স্মার্ট রিংও জনপ্রিয় হতে শুরু করেছে। অন্যান্য আংটির মতোই এই স্মার্ট রিং সারাক্ষণ হাতের আঙুলে পরে থাকতে পারবেন। সেখানেই পাবেন আপনার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন।

এমনকি একটি স্মার্টওয়াচে যেভাবে আপনি কলের নোটিফিকেশন পান সেভাবে স্মার্ট রিংয়েও পাবেন। স্যামসাং তাদের দ্বিতীয় স্মার্ট রিং শিগগির বাজারে আনছে। এর আগেও একটি স্মার্ট রিং এনেছিল সংস্থা। যা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এবার সেটারই দ্বিতীয় সিরিজ আনছে বাজারে।

গ্যালাক্সি রিং ২ বর্তমান মডেলের তুলনায় আরও ভালো ব্যাটারি লাইফ অফার করবে। সংস্থার দাবি, এক চার্জে সাত দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। অর্থাৎ একবার চার্জ করলে সাতদিন পর্যন্ত রিংটি ব্যবহার করতে পারবেন।

আগের তুলনায় এই রিংটি আরও পাতলা হবে। প্রথম প্রজন্মের রিংটি ব্যবহারকারীর আঙুলের মাপের উপরে পাঁচ থেকে ১৩ পর্যন্ত নয়টি সাইজে পাওয়া যায়। সাইজ ফাইভ সংস্করণের ওজন ২.৩গ্রাম এবং ৭.০এমএম চওড়া, যেখানে সাইজ ১৩-এর ওজন ৩ গ্রাম। ধারণা করা হচ্ছে এবারের রিংটি এমন অথবা আরও বেশি সাইজে আসতে পারে বাজারে।

গ্যালাক্সি ওয়াচের মতোই এই স্মার্ট রিংয়ে মেডিক্যাল সার্টিফিকেশন দেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং। এজন্য দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সংস্থাটি কাজ করছে। যদিও এই স্মার্ট রিংটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগির বাজারে আসবে রিংটি।

প্রথম রিংটি বাজারে লঞ্চ করার পরই নতুন এই রিংটি তৈরিতে হাত দিয়েছিল সংস্থাটি। এই মুহূর্তে বাজারে কম রেঞ্জ থেকে শুরু করে মাঝারি, দামি প্রায় সব প্রাইস ক্যাটেগরির স্মার্ট রিং রয়েছে। সম্প্রতি নয়েজ তাদের লুনা স্মার্ট রিং লঞ্চ করেছে। আবার ওরা নামের আর একটি হেলথ টেকনোলজি কোম্পানি তাদের দামি স্মার্ট রিং ওরা রিং লঞ্চ করেছে। এছাড়া অ্যাপলও বাজারে এনেছে তাদের স্মার্ট রিং।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।