বৃষ্টির সময় বাইক ভালো রাখতে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৬ আগস্ট ২০২৪

চলছে বর্ষার মৌসুম। যে কোনো সময় বৃষ্টির মধ্যে পড়তে হচ্ছে। রাস্তায় জমে যাওয়া পানির মধ্যে দিয়েই বাইক চালাতে হচ্ছে। অনেকেই আছেন যাদের কাজের জন্য রোজই বাইক নিয়ে বেরোতে হয়। বৃষ্টিতেও বাইক চালাতে হয়। তাদের কয়েকটি ব্যাপার মাথায় রাখা উচিত। আবার বর্ষা মৌসুমে বাইকের যত্ন নিতে হবে অনেক বেশি। একবার বাইকের ইঞ্জিন বা সাইলেন্সরে পানি ঢুকে গেলে আপনাকে পোহাতে হবে নানা ঝামেলা।

চলুন জেনে নেওয়া যাক এসময় বাইকের যত্ন নেবেন যেভাবে-

>> অনেকেই মনে করেন বর্ষায় বাইক সার্ভিস করিয়ে লাভ নেই। বর্ষা শেষ হওয়ার পর একেবারে সার্ভিসিং করিয়ে নেবেন। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়েই যাবে। বর্ষার পানি কাদা জমে যেতে পারে গাড়ির নিচের দিকের বিভিন্ন অংশে। এর ফলে গাড়ির ক্ষতি হয়। চেষ্টা করুন গাড়ি নিয়মিত সার্ভিস করানোর। পারলে নিজেই মুছে পরিষ্কার রাখার চেষ্টা করুন।

>> একে বর্ষা তার উপর রাস্তার করুণ হাল। পিচ্ছিল রাস্তায় যে কোনো সময় পিছলে যেতে পারে গাড়ির চাকা। তাই নিয়মিত খেয়াল রাখুন টায়ারের অবস্থার দিকে। পুরোনো টায়ার নিয়মিত বদল করুন।

আরও পড়ুন

>> টায়ারের পাশাপাশি নজর রাখুন ব্রেকের দিকেও। ভেজা রাস্তায় ব্রেকের কার্যকারিতা কমে যায়। তাই বাইক বা গাড়ির ব্রেক নিয়মিত পরীক্ষা করুন। নির্দিষ্ট সময় অন্তর ব্রেক শু বদল করুন।

>> বর্ষায় বাইকের চেনের দিকেও খেয়াল রাখুন। খেয়াল রাখুন যাতে বাইকের চেনে কাদা জমে না থাকে। নিয়মিত লুব্রিকেট করুন চেন।

>> পানি-কাদা ও বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে বর্ষায় বাইকের এয়ার ফিল্টার ব্লক হয়ে যেতে পারে। চেষ্টা করুন ফিল্টারটি শুকনো ও পরিষ্কার রাখার।

>> আপনার বাইক বা গাড়ি যতটা সম্ভব বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা করুন। খোলায় জায়গায় পার্কিং করা এড়িয়ে চলুন।

>> বর্ষায় রাস্তাঘাটের অবস্থা এমনিতেই খারাপ থাকে। তার উপর যদি আলোর অভাবে রাস্তা দেখাই না যায়, তাহলে তা দ্বিগুণ বিপদজনক হয়ে যায়। তাই বের হওয়ার আগে দেখে নিন গাড়ির সব লাইট ঠিকঠাক কাজ করছে কিনা।

>> খেয়াল রাখুন বাইকের পেট্রোল ট্যাঙ্কে যেন পানি ঢুকে না যায়। তাহলে ইঞ্জিন নষ্ট হয়ে অনেক বড় ঝামেলায় পড়তে পারেন।

>> বৈদ্যুতিক বাইক বা স্কুটার হলে সতর্ক থাকুন। চার্জার যেন পানিতে না ভিজে সেদিকে খেয়াল রাখুন। ভেজা অবস্থায় বাইক চার্জ দিতে যাবেন না। শর্ট সার্কিট হয়ে বড় বিপদ হতে পারে।

আরও পড়ুন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।