ম্যাপ ফিচার আনছে ইনস্টাগ্রাম
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। নিজের খুশির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে শেয়ার করছেন ইনস্টাগ্রামে। হাজার হাজার লাইক, কমেন্টে ভরে যাচ্ছে সেই পোস্ট।
এবার গুগল ম্যাপের মতো ম্যাপ ফিচার পাবেন ইনস্টাগ্রামে। নতুন এই ফিচারে ব্যবহারকারীরা যেখানে রয়েছেন সেখানের সঙ্গে সম্পর্কিত টেক্সট বা ভিডিও আপলোড করতে পারবেন। যার মাধ্যমে আপনি কোথায় রয়েছেন তা জানতে পারবেন আপনার ঘনিষ্ট মানুষেরা। তবে এই আপডেট দেখা যাবে শুধু ফলোয়ারের তালিকায় থাকলে।
আরও পড়ুন
একইভাবে আপনি যাকে বা যাদের ফলো করেন তারা যদি লোকেশন আপডেট দেন, তা আপনি দেখতে পাবেন। তবে যে এই ফিচারের সুবিধা পেতে হলে অ্যাপে গিয়ে নিজেকে তা অন করতে হবে। যদিও আপাতত পরীক্ষামূলকভাবে আসছে এই ফিচার। ঠিক কবে থেকে ফিচারটি ব্যবহার করা যাবে এখনো জানা যায়নি।
এছাড়া ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সম্প্রতি রিলের ক্ষেত্রে নয়া ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এতদিন রিল তৈরির সময় পছন্দের একটি গান ব্যবহার করা যেত। কিন্তু এবার এক রিলে ব্যবহার করা যাবে ২০টি গান। সেই সঙ্গে পোস্ট দিতে পারবেন একসঙ্গে ২০টি ছবি-ভিডিও।
আরও পড়ুন
সূত্র: দ্য ভার্জ
কেএসকে/এএসএম