ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৫ জুলাই ২০২৪

ঘরে এখন প্রায় সবাই ওয়াই-ফাই ব্যবহার করেন। তবে অনেক বেশি স্পিডের ইন্টারনেট নিয়েও দেখা যায় ঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। ওয়াইফাই সংযোগ করেও ভিডিও দেখতে গিয়ে বারবার লোডিং হতে থাকে। কোনো ব্রাউজার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন না।

দেখে নিন ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন কীভাবে-

>> যেখানে রাউটার রয়েছে, চেষ্টা করুন তার কাছাকাছি বসতে।

>> রাউটারের ফার্মওয়্যারটি আপডেট করতে পারলেও ভালো হয়।

>> ওয়াই-ফাইয়ের রাউটারটি খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন। তাতে সিগন্যাল জট অনেকটাই কাটবে।

>> রাউটারের সঙ্গে ‘ব্যান্ড স্টিয়ারিং’ যুক্ত করতে পারেন। এই যন্ত্রাংশটি অনেকটা রাস্তার ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করে। যাতে নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে রাউটার অবিচ্ছিন্ন ভাবে যুক্ত থাকতে পারে।

>> ওয়াই-ফাইয়ের সঙ্গে পুরোনো বা অচেনা কোনো ডিভাইস যুক্ত থাকলে তা বাদ দিন। এতে বর্তমানে যেসব ডিভাইস ব্যবহার করছেন সেগুলোতে ভালো স্পিড পাবেন ওয়াই-ফাইয়ের।

>> একটি রাউটারের সঙ্গে অনেকগুলো ডিভাইস যুক্ত থাকতে পারে। কিন্তু একইসঙ্গে সবকটি ডিভাইসে কাজ করলে গতি ধীর হতে বাধ্য।

>> মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে অপ্রয়োজনীয় খুলে রাখা ভিডিও বন্ধ করে দিতে হবে। জুম বা স্কাইপে ভিডিও মিটিং চললেও একই রকম সমস্যা দেখা দিতে পারে। তাই অন্য কোনো উইন্ডো বন্ধ করে ভিডিও মিটিং করুন।

সূত্র: সিনেট

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।