বৃষ্টিতে বাইক স্টার্ট না নিলে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৬ জুলাই ২০২৪

একটু বৃষ্টি হলেই দেখা যায় রাস্তায় এক হাঁটু পানি জমে যায়। এ সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে পোহাতে হয় সবাইকে। বিশেষ করে গাড়ি, বাইক, সিএনজি রাস্তার মাঝে বন্ধ হয়ে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। জল থৈ থৈ রাস্তায় গাড়ি, বাইক চালানো যেন এক বড় চ্যালেঞ্জ।

অনেক সময় দেখা যায় হাঁটু সমান পানিতে এসে আপনার বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট নিচ্ছে না। সাইলেন্সারে পানি ঢুকে যাওয়ায় বাইকটি বন্ধ হয়ে যায় বা প্লাগটি দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় বা ব্যাটারি কারেন্ট সরবরাহ করা বন্ধ করে দেয়।

বর্ষাকালে স্পার্ক প্লাগ, সাইলেন্সার এবং ব্যাটারি সংক্রান্ত সমস্যাগুলো মূলত টু-হুইলার গাড়িগুলোতে বৃদ্ধি পায়। চলুন জেনে নেওয়া যাক এই সমস্যার কীভাবে সমাধান করতে পারবেন-

>> অনেক সময় গাড়ির ইঞ্জিন পানির নিচে ডুবে আটকে যায়। ফলে যে কোনো মুহূর্তে আপনার বাইক বন্ধ হয়ে যেতে পারে। এসব এড়াতে গভীর পানি যেখানে সেই সব জায়গা এড়িয়ে চলা ভালো।

>> বাইকের স্পার্ক প্লাগ দীর্ঘদিন পরিষ্কার না করলে তাতে কার্বন জমে। এমন অবস্থায় বাইকটি মাঝে মাঝে বন্ধ হতে শুরু করে। অনেক সময় স্পার্ক প্লাগ কানেক্টরে পানি প্রবেশের কারণে বাইক স্টার্ট হয় না। তাই প্লাগ এবং কানেক্টর উভয়ই সময়মতো পরিষ্কার করুন।

>> বৃষ্টির সময় রাস্তায় অতিরিক্ত পানি থাকায় তা সাইলেন্সারের ভেতরে চলে যায়। এমন পরিস্থিতিতে সাইলেন্সার বন্ধ থাকার কারণে বাইক স্টার্ট হয় না। তাই সাইলেন্সার চেক করুন এবং পানি বের করার চেষ্টা করুন।

সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

কেএসকে/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।