হোয়াটসঅ্যাপে আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০২ পিএম, ০৭ জুলাই ২০২৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ছবি-ভিডিও শেয়ার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে।

হোয়াটসঅ্যাপে চ্যাটের সময় চাইলে আপনার আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ মেসেজ, কল, ছবি এবং ভিডিওর জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনও দেয়, নিরাপদ করে। কলের সময় হোয়াটসঅ্যাপ আপনার আইপি অ্যাড্রেস সুরক্ষিত রাখে। অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কলের জন্য আইপি অ্যাড্রেস রক্ষা করেন না।

এতে আপনার লোকেশন অন্যরা খুব সহজেই জেনে ফেলতে পারবে। যা আপনাকে যখন তখন বিপদে ফেলতে পারে। এমন পরিস্থিতিতে, আমরা এখানে আপনাকে বলতে যাচ্ছি কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ কলিং ফিচার ব্যবহার করার সময় আপনার আইপি লুকিয়ে রাখতে পারেন।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনে কাজটি যেভাবে করবেন-
>> প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
>> এর পর প্রাইভেসিতে ট্যাপ করুন।
>> এরপর অ্যাডভান্সড অপশনে ট্যাপ করুন।
>> তারপর কলগুলোতে আইপি অ্যাড্রেস সুরক্ষা চালু করুন।

আইওএস-এ যেভাবে করবেন-
>> আপনার আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
>> তারপর সেটিংস আইকনে ট্যাপ করুন।
>> এরপর প্রাইভেসিতে ট্যাপ করুন এবং তারপর অ্যাডভান্সড।
>> এখানে এসে কলে প্রোটেক্ট আইপি অ্যাড্রেসের টগল চালু করুন।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।