স্মার্টফোনের চার্জিং পোর্টে ধুলা পরিষ্কার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৬ জুন ২০২৪

স্মার্টফোন সারাক্ষণ ব্যবহার, ময়লা হাতে ধরা বা যেখানে সেখানে ফেলে রাখার ফলে তাড়াতাড়ি নোংরা হয়ে যাইয়। স্মার্টফোনের স্পিকার, চার্জিং পোর্টসহ বিভিন্ন ছিদ্রতে ধুলা জমতে পারে। ফলে দেখা যায় চার্জিংয়ে সমস্যা হচ্ছে।

স্মার্টফোনের পাশাপাশি এই সমস্যা দেখা দেয় ল্যাপটপের চার্জিং পোর্টেও। আর ফোন বা ল্যাপটপের চার্জিং পোর্টে ময়লা জমলে তা ডিভাইসের ক্ষতি করে দিতে পারে। জেনে নিন পরিষ্কার করার সহজ উপায়-

আরও পড়ুন

ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার রাখতে

>> প্রথমেই ফোনের যে কোনো ক্ষতি এড়াতে পরিষ্কার করার আগে ফোন বন্ধ করে নিতে হবে।
>> কটন বলের একটা অংশ ছিঁড়ে নিতে হবে। তা টুথপিকে জড়িয়ে নিতে হবে। অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে।
>> কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা উচিত নয়।
>> চার্জিং পোর্টে কটন বাডস অথবা টুথপিকের অগ্রভাগটা প্রবেশ করাতে হবে। ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। তা যাতে সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
>> অবশিষ্ট কোনো ময়লা দূর করতে শেষ বারের মতো কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।

ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার:

>> ডিভাইস প্রথমে বন্ধ করতে হবে। কিংবা পাওয়ার সোর্স থেকে তা আনপ্লাগ করতে হবে।
>> ডিসি পাওয়ার পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, সেটা নিশ্চিত করতে হবে।
>> এরপর ফোনের চার্জিং পোর্ট যেভাবে পরিষ্কার করেছেন সেভাবে করে নিন।

আরও পড়ুন

সূত্র: উইকিহাউ

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।