৫ মিনিটের চার্জে ইয়ারবাড চলবে ২ ঘণ্টা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০৫ জুন ২০২৪

বর্তমানে জনপ্রিয় যে কয়েকটি গ্যজেট ব্র্যান্ড আছে তার মধ্যে শাওমি অন্যতম। বিশেষ করে স্মার্টফোন, স্মার্টওয়াচ ও ইয়ারফোনের জন্য। এবার নতুন একটি ইয়ারবাড নিয়ে এলো সংস্থাটি। নাম রেডমি বাডস ৫। এতে ১২.৪এমএম ডাইনামিক ড্রাইভার রয়েছে, যার ফ্রিকোয়েন্সি ২০ হার্জ থেকে ২০কেহার্জ পর্যন্ত সাপোর্ট করে।

ইয়ারবাডটিতে শাওমি গোল্ডেন ইয়ারস টিম, ভোকাল এনহ্যান্সমেন্ট, টেরিবেল বুটস এবং বাস বুটসের মত ইকিউ সাউন্ড ইফেক্টের মত অনেক ফিচার দেওয়া হয়েছে। শাওমির এই নতুন ইয়ারবাডে ৪৬ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশনের ফিচার রয়েছে। অর্থাৎ এই ইয়ারবাডগুলো ব্যবহার করার সময়, ব্যবহারকারীরা বাইরের কোনো শব্দ শুনতে পাবে না। এতে অ্যান্টি-উইন্ড নয়েজ অ্যালগরিদম, ডুয়াল মাইক্রোফোন এবং এআই নয়েজ ক্যান্সেলেশন ব্যবহার করেছে।

আরও পড়ুন

এই ইয়ারবাডগুলোতে নয়েজ ক্যান্সেলেশন এবং ট্রান্সপারেন্সি মোডের জন্য তিনটি ভিন্ন মোড রয়েছে। কানেকশনের জন্য, এই ইয়ারবাডগুলিতে ডুয়াল ডিভাইস স্মার্ট কানেকশন, ব্লুটুথ ৫.৩ লো এনার্জি, গুগল ফাস্ট পেয়ার এবং টাচ কন্ট্রোলের মতো ফিচারগুলো ব্যবহার করা হয়েছে।

শাওমি এই ইয়ারবাডগুলোতে একটি ৫৪এমএএইচ ব্যাটারি প্রদান করেছে, যার প্রতিটি ১০ ঘণ্টা ব্যাকআপ দেয়। একই সময়ে, এর চার্জিং কেস একটি ৪৮০এমএএইচ ব্যাটারি সহ আসে, যা ৪০ ঘণ্টা ব্যাকআপ পাবেন। সংস্থার দাবি মাত্র ৫ মিনিট চার্জ করলে ব্যবহারকারীরা ২ ঘণ্টা গান শুনতে পারবেন। এই ইয়ারবাডগুলোতে চার্জ করার জন্য টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটিকে ধুলা, ময়লা, ঘাম বা পানি থেকে রক্ষা করতে, কোম্পানিটি IP54 ধুলো এবং স্প্ল্যাশপ্রুফ প্রযুক্তি ব্যবহার করেছে। ফিউশন হোয়াইট, ফিউশন পার্পল এবং ফিউশন ব্ল্যাক রঙের বাজারে আনা হয়েছে। নতুন ইয়ারবাডের দাম ভারতীয় বাজারে রেখেছে ২ হাজার ৯৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ২২৩ টাকা।

আরও পড়ুন

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।