গরমে গাড়ির চাকার যত্ন নেবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৪ জুন ২০২৪

গরমে গাড়ির একটু বিশেষ যত্নের প্রয়োজন এটা নিশ্চয়ই জানেন। তীব্র গরমে জীবের যেমন নানান সমস্যা দেখা, তেমনি যন্ত্রপাতিরও বিভিন্ন সমস্যা হতে পারে। গ্রীষ্মের গরম আবহাওয়ায় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ যেমন টায়ার, প্রয়োজনীয় তরল এবং শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ে। এই কারণেই গরমে গাড়ির বাড়তি যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ।

গ্রীষ্মে গাড়ি যাতে ভালো এবং কার্যকরী অবস্থায় থাকে তা নিশ্চিত করতে ৫টি জিনিস মাথায় রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেসব-

বিজ্ঞাপন

>> গাড়ি বের করার আগে ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, কুল্যান্টের মতো এসেনসিয়াল ফ্লুইড লেভেল ঠিক আছে কি না, দেখে নিন। দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য এটা গুরুত্বপূর্ণ। শুধু গরমকালে নয়, সবসময়ই এটা দেখা উচিত।

>> টায়ার প্রেসার যথাযথ আছে কি না, খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা প্রতিদিন বদলায়। বাইরের তাপমাত্রা টায়ার প্রেসারের উপর প্রভাব ফেলে। গরমকালে টায়ারের মধ্যে বায়ুচাপ বাড়ার সম্ভাবনা থাকে। আর বায়ুর চাপ বাড়লে যে কোনো মুহূর্তে টায়ার ফেটে যেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> উইন্ডশিল্ড ওয়াইপারে রবার জাতীয় পদার্থ থাকে। গরমে ক্ষয়ে যায়। এর ফলে কাচে দাগ পড়ে। তাই গরমকালে ওয়াইপার নিয়মিত পরীক্ষা করা উচিত। যদি দেখা যায়, ক্ষয়ে গিয়েছে, তাহলে তৎক্ষণাৎ বদলে ফেলতে হবে।

>> গরমে গাড়িতে প্রায় সারাক্ষণই এসি চলে। ফলে এয়ার ফিল্টারকে বাড়তি পরিশ্রম করতে হয়। এসি চলাকালীন বাইরের দূষিত বাতাস গাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয় এয়ার ফিল্টার। তাই এয়ার ফিল্টার খারাপ হলে এসির উপরেও তার প্রভাব পড়ে।

>> সূর্যের আলো সরাসরি গাড়ির ভিতরে ঢোকে। তাই প্রচণ্ড গরমে সিটের চামড়া বা প্লাটিক পার্টস ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। রং চটে যায় কিংবা চিড় ধরে। এই সময় টাওয়াল বা কভার দিয়ে ড্যাশবোর্ড ঢেকে রাখুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।