গ্রীষ্মে ইলেকট্রনিক ডিভাইস কেন গরম হয়ে যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৩ জুন ২০২৪

গরমে ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এ সময় দেখা যায় মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি, ফ্রিজ অন্যান্য সময়ের চেয়ে বেশি গরম হয়। শুধু যে এইসব ইলেকট্রনিক ডিভাইস গরম হয়ে যায় তা কিন্তু নয়। অনেক বড় বিপদও হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক এর কারণ এবং পরিত্রাণের উপায়-

ল্যাপটপ কিংবা টিভির মতো ইলেকট্রনিক ডিভাইস নাগাড়ে ব্যবহার হতে থাকে। ফলে এইসব ডিভাইস গরম হয়ে যাওয়া স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ডিভাইস থেকে ভেতরে জমে থাকা অতিরিক্ত তাপ নির্গত হতে পারে না। আর সেই কারণেই টিভি, ল্যাপটপ এইসব ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হওয়ার প্রবণতা দেখা যায়।

সঠিকভাবে তাপ নির্গমন করতে না পারা একটা বড় কারণ। বেশিরভাগ বাড়িতেই ল্যাপটপ কিংবা টিভি এমন জায়গায় রাখা হয় যে ডিভাইসের ভেন্টিলেশন সঠিক প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পায় না। তাই এমন জায়গায় টিভি, ল্যাপটপ, ডেস্কটপ রাখা জরুরি যাতে ডিভাইস গরম হয়ে গেলেও অতিরিক্ত তাপ ডিভাইস থেকে বেরিয়ে যেতে পারে। তার ফলে ডিভাইস ঠান্ডা হবে এবং বিপদের সম্ভাবনা কমবে।

গরমের দিনে নাগাড়ে টিভি, ফ্রিজ, ফ্যান, ল্যাপটপ- এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা উচিত নয়। একটানা ব্যবহার করলে ডিভাইস গরম হতে বাধ্য। সম্ভব হলে মাঝে মাঝে বিরতি দিন। এর ফলে ডিভাইস টেকসই হবে।

গরমের মরশুমে যেহেতু বাইরের তাপমাত্রা অত্যধিক থাকে, তার জন্যও ঘরের ভেতরে থাকা ইলেকট্রনিক জিনিস দ্রুত গরম হয়ে যায়। এজন্য চেষ্টা করুন ল্যাপটপে কাজ করলে এসি ঘরে বসে কাজ করতে। তাহলে আপনার ডিভাইস তুলনায় কম গরম হবে এবং ল্যাপটপের মেয়াদ বাড়বে।

অনেকসময় আমরা বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সঠিকভাবে পরিষ্কার করি না। ইলেকট্রনিক ডিভাইসে ধুলো জমে থাকলে ডিভাইস সহজে গরম হয়ে যায়। এই তালিকায় স্মার্টফোন, এসি, ল্যাপটপ সবই থাকতে পারে। তাই ইলেকট্রনিক ডিভাইস সব সময় ভালোভাবে পরিষ্কার রাখা জরুরি। এর ফলে ওইসব ইলেকট্রনিক ডিভাইস অনেকদিন ভালো থাকবে।

সূত্র: এবিপি নিউজ

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।