ফোনের ব্যাটারি ভালো রাখতে যা করবেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৩ মে ২০২৪

স্মার্টফোন ব্যবহারের কিছুদিন পরই দেখা যায় ফোনের ব্যাটারিতে নানান সমস্যা দেখা দিচ্ছে। ফোন ঠিকভাবে চার্জ হচ্ছে না কিংবা চার্জিংয়ের সময় অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আবার দেখা যায় ফুল চার্জ হওয়ার কিছুক্ষণ পর ফোন ব্যবহার না করলেও চার্জ কমে যাচ্ছে।

এই সমস্যাগুলো সাধারণত ব্যবহারকারীর ভুলের কারণেই হয়। কিছু ভুল এড়িয়ে চললে নিজেদের ফোনের ব্যাটারিকে নতুনের মতো ভালো রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেসব-

>> গরম আবহাওয়ায় ফোন অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। আবার ফোন চার্জ করার সময়েও ব্যাটারি গরম হয়ে যেতে পারে। কেস বা কভারের মধ্যে ফোন রেখে চার্জ করলে এমনটা হতে পারে। কারণ কেস থাকার কারণে চার্জ দেওয়ার সময় ব্যাটারি থেকে যে তাপ নির্গত হয়, ফলে ফোনের ব্যাটারি গরম হতে পারে।

আরও পড়ুন

>> ব্যাটারি গরম হয়ে গেলে চার্জিংও বন্ধ হয়ে যায়। ফলে ব্যাটারির চার্জিং শতাংশ বৃদ্ধির পরিবর্তে তা কমে যেতে শুরু করে। তাই ব্যবহারকারীদের এই পরামর্শ দেওয়া হয় যে, যখনই তারা ফোনটি চার্জিংয়ে রাখবেন, তখন ফোনের কেস/কভারটি সরিয়ে ফেলুন।

>> অনেক সময় ব্যবহারকারীরা ফোনের ব্যাটারি খুব কমে যাওয়ার পরেই ফোনটিকে চার্জে বসানোর কথা ভাবেন। এমন পরিস্থিতিতে ব্যাটারি কত শতাংশ চার্জ করা উচিত, সেটা জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

>> ব্যবহারকারী যদি ফোনের ব্যাটারি ১০-১৫ শতাংশতে পৌঁছনোর পরেই চার্জ করতে শুরু করেন, তাহলে তা ব্যাটারির উপর খারাপ প্রভাব ফেলবে। ফলে ধীরে ধীরে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

>> অনেকে সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন। এই কাজটি মোটেই করবেন না। আসলে ফোনের ব্যাটারি অতিরিক্ত চার্জ করাও ফোনের ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভালো বলে প্রমাণিত হয় না। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যেতে শুরু করে।

>> ফোন চার্জ দেওয়ার সময় সেটি টেবিলের উপর রাখার চেষ্টা করুন। ফোন এমন জায়গায় রেখে চার্জ দিন যেখানে ডিভাইস গরম হবে না। বিছানার উপর রেখে ফোন চার্জ না দেওয়াই ভালো। টেবিল বা এই জাতীয় কোনো অংশে ফোন চার্জ দিন।

>> ফোন চার্জে দিয়ে ফোন ব্যবহার করবেন না। গেম খেলা, ভিডিও দেখা, কথা বলা, গান শোনা এমনকি ফোনের কোনো ব্যবহারই চার্জে বসিয়ে করা উচিত নয়।

আরও পড়ুন

সূত্র: নিউজ ১৮

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।