পুরোনো গাড়ির আপডেট ভার্সন আনছে মারুতি
বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়ি সংস্থা মারুতি সুজুকি। সংস্থার জনপ্রিয় গাড়ি মারুতি সুজুকি সুইফটের নতুন ভার্সন আনছে বাজারে। ২০২৪ আপডেটেড ফেসলিফট সুইফটের ভার্সন আর কিছুদিনের মধ্যে বাজারে আসবে। তবে জানা গিয়েছে, এই নতুন ফেসলিফটেড মডেলে আরও কিছু নতুন ফিচার্স রয়েছে।
এখনকার মডেলের থেকে আরও কিছু নতুন বৈশিষ্ট্য থাকবে সুইফটের আপডেট ভার্সনে। নতুন সুইফটে ৯ ইঞ্চির টাচস্ক্রিন, কানেক্টেড কার টেক, তার সঙ্গে রিয়ার এসি ভেন্ট, ওয়্যারলেস চার্জার থাকতে পারে।
স্ট্যান্ডার্ড হিসেবে অনেক সেফটি ফিচার্স আসছে গাড়িতে। ৬ এয়ারব্যাগ থাকবে নতুন ভার্সনে। যে যে ইকুইপমেন্ট থাকছে এই গাড়িতে, তা অনেকটাই ব্যালেনো মডেলের মতো। গ্লোবাল সুইফটের মত না হলেও এই সুইফট মডেলে হেডস আপ ডিসপ্লে থাকছে। এমনকি এতে একটা ম্যানুয়াল হ্যান্ডব্রেক ফিচার্সও জুড়ে যাচ্ছে।
গাড়িতে নতুন যেসব ফিচার থাকছে তার মধ্যে অন্যতম হচ্ছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। আরক্যামাইনস সারাউন্ড সিস্টেম সহ আরও কিছু বিশেষ ফিচার্স আছে মারুতি সুজুকি সুইফটের আপডেট ভার্সনে। এতে ক্লাইমেট কন্ট্রোল ফিচারও পাবেন। এই মারুতির নতুন গাড়িতে ডিজাইনের দিক থেকে বড় বদল এসেছে। ইভলিউশনারি ডিজাইন ল্যাঙ্গোয়েজ এসেছে এই গাড়ির মডেলে।
গাড়িতে একটা নতুন জেড সিরিজের ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন থাকছে যা কি না এখনকার ইউনিটের থেকে পুরোটাই বদলে যাবে। ফুয়েল এফিসিয়েন্সিও অনেকটাই বেড়ে যাবে। এটা হবে একটা মাইল্ড হাইব্রিড ইউনিট যেখানে একটা ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স তার সঙ্গে এএমটি অটোমেটিক ফিচার থাকছে নতুন সুইফটে। দাম হতে পারে ভারতীয় বাজারে সাড়ে ৬ লাখ রুপি।
সূত্র: হিন্দুস্থান অটো
কেএসকে/জেআইএম