ফোনে ম্যাট স্ক্রিন গ্লাস লাগানোর যত সুবিধা অসুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৩০ এপ্রিল ২০২৪

স্মার্টফোন কেনার পর অনেকেই তাতে বিভিন্ন স্ক্রিন প্রোটেক্টর লাগান। তবে অনেকেই এখন চকচকে ল্যাপটপ স্ক্রিন থেকে অ্যান্টি-গ্লেয়ার ম্যাট ডিসপ্লেতে নিজেদের আপগ্রেড করে নিয়েছেন, তারা সবাই এর সুবিধাগুলো জানেন। এই ম্যাট ডিসপ্লেগুলোতে অন্যান্য ডিসপ্লের মতো আঙুলের ছাপের দাগ পড়ে না।

মনে প্রশ্ন জাগতে পারে কেন আমাদের স্মার্টফোনের স্ক্রিন এই নিফটি ম্যাট কভারের সঙ্গে পাওয়া যায় না। তবে সুখবর হল এখন ফোনের জন্যেও ম্যাট স্ক্রিন প্রটেক্টর পাওয়া যেতে পারে। যদিও এর কিছু ভাল এবং খারাপ দুটো দিকই আছে। চলুন জেনে নেওয়া যাক এই ম্যাট স্ক্রিন প্রটেক্টর লাগানোর সুবিধা-অসুবিধাগুলো-

কভার কম ময়লা হয়
আমাদের সবারই মাঝে মাঝে হাতের তালু ঘেমে ভিজে থাকে। এতে ফোনে আঙুলের ছাপ পড়ার সমস্যা হয়। অনেকসময় ফোনের স্ক্রিনও তেলতেলে হয়ে যায়। ম্যাট স্ক্রিনেও কিছুটা তেলা ভাব লেগে থাকতে পারে। তবে এটি একটি চকচকে স্ক্রিনের চেয়ে ভালো।

আরও পড়ুন

এই ক্রিনের রিফ্লেকশন নেই
উজ্জ্বল আলো বা জানলার বাইরে বা কাছাকাছি ফোন ব্যবহার করার চেষ্টা করলে স্ক্রিনের রিফ্লেকশনের কারণে ফোনের স্ক্রিন দেখাই যায় না। স্যামসাং গুয়ালাক্সি এস২৪ আল্ট্রা একটি বিশেষ লেয়ার দিয়ে এই সমস্যা ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও এই সমস্যা রয়েই গিয়েছে। এক্ষেত্রে মানসম্পন্ন ম্যাট প্রোটেক্টর এই রিফ্লেকশন অনেকটাই কমিয়ে দেয়।

গেমিং গ্রিপ
গেমিং সেশনের সময় হাতের তালু ঘামে স্যাঁতসেঁতে হয়ে গেলে ম্যাট আরও ভালো গ্রিপ দেয়। ম্যাট স্ক্রিন টেক্সচার আমাদের সামগ্রিকভাবে ফোনে ভালো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

গ্রেনি এফেক্ট
ফোনের রিফ্লেকশন কমাতে গিয়ে এক্ষেত্রে ফোনে গ্রেনি এফেক্ট বেশি দেখা যায়। ভিডিও বা ফটো দেখার সময় এটি সবচেয়ে বিরক্তকর।

টেক্সচার
এই ধরনের ফোনে সাধারণত টেক্সচারটি সমতল হয় না।

আরও পড়ুন

সূত্র: মেক ইউজ অব

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।