বেশিরভাগ এসি কেন সাদা রঙের হয় জানেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ২০ এপ্রিল ২০২৪

তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। গরমে একটু স্বস্তি পেতে এসি কিনছেন অনেকেই। তবে এসির ক্ষেত্রে প্রিয় রঙের এসি কেনার সুযোগ নেই তেমন। কারণ বেশিরভাগ এসির রং হয় সাদা। এই ব্যাপারটা নিশ্চয়ই খেয়াল করেছেন। কিন্তু জানেন কি, কেন বেশিরভাগ এসির রং সাদা হয়।

স্প্লিট হোক বা উইন্ডো এসি, সবই সাদা। এটার পেছনে রয়েছে বড় একটা কারণ। এখন কিছু অত্যাধুনিক এসি লাল, কালো ইত্যাদি রঙেরও হয়। তবে এসির আউটডোর ইউনিট কিন্তু সাদা ছাড়া অন্য রঙের প্রায় দেখাই যায় না।

স্প্লিট এসির ক্ষেত্রে এখন অনেক সময় কিছু কোম্পানি অন্য রঙের উৎপাদন করে। ইন্টিরিয়রের হিসেবেও সাদা ছাড়া অন্য রঙের এসি এখন পাওয়া যায় বটে। তবে আউটডোর ইউনিট সব সময় সাদা রঙেরই হয়।

আরও পড়ুন

আসলে সাদা রং হিট রিফ্লেক্ট করে। ফলে এসির ভেতরে কম্প্রেসার গরম হলেও সমস্যা হয় না। এছাড়া আউটডোর ইউনিট বেশিরভাগ জায়গায় রোদে ইনস্টল করা হয়ে থাকে। ফলে সেটি সাদা ছাড়া অন্য রঙের হলে বেশি তাপে সমস্যা হতে পারে।

এসির আউটডোর ইউনিট সরাসরি রোদে রাখা উচিত নয়। এতে ইউনিট তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রোদ থাকলে মেশিন ঠান্ডা হতে বেশি শক্তি প্রয়োজন হয়। ফলে বিদ্যুতের বিলও বেশি আসতে পারে।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।