ঈদে নতুন স্মার্ট টিভি কিনতে চাইলে যা খেয়াল রাখবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

অনেকেই ঈদে নতুন জামাকাপড়ের পাশাপাশি ঘরের আসাবাবপত্র, ক্রোকারিজ, গ্যাজেট কেনেন। এই সময় যেহেতু হাতে একটু বাড়তি টাকা থাকে আবার বিভিন্ন নতুন পণ্য বাজারে আসে, সেই সঙ্গে পুরোনো মডেলের ছাড়ও থাকে। যারা এবারের ঈদে স্মার্ট টিভি কিনতে চান তাদের জন্য আজকের আয়োজন।

অনেকেই এখন স্মার্ট টিভি কিনছেন। শুধু দেশ বিদেশের চ্যানেলই নয়, স্মার্ট টিভিতে ওটিটি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ইউটিউব দেখতে পারেন। তবে যারা এসময় নতুন স্মার্ট টিভি কিনতে চাইলে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। চলুন জেনে নেওয়া যাক সেসব-

বাজেট
শুরুতেই আপনার বাজেট নির্ধারন করে ফেলুন। চাইলেই হুট করে অনেকেই অনেক দামি টিভি কিনে ফেলতে পারবেন না। তাই সাধ এবং সাধ্য দুটোই যাতে ঠিক থাকে তাই বাজেট আগে করে ফেলুন। এবার এর মধ্যে বা আশেপাশে কোন কোন ব্র্যান্ডের টিভি আছে সেগুলো একটু খোঁজ খবর নিন। বিশ্বকাপ উপলক্ষ্যে অনেক ব্র্যান্ডেই টিভির উপর ছাড় চলছে। সেগুলোও খেয়াল রাখুন।

সাইজ
টিভি কেনার আগেই যে কাজটি করবেন তা হচ্ছে, সাইজটি নির্বাচন করুন। শোরুমে গিয়ে বড় টিভিটা ধরে বসে থাকলে হবে না। যতই দামে কম , মানে ভালো হোক। আপনার ঘরের মাপ অনুযায়ী টিভির সাইজ নির্বাচন করুন। দর্শক হিসেবে যে কেউ বড় টিভিই পছন্দ করেন। তবে বড় সাইজের টিভি কিনলেই তা আপনার জন্য যথাযোগ্য হবে, এমন ব্যাপার নয়। যে ঘরে স্মার্ট টিভি রাখবেন, তা যদি সংকীর্ণ হয় সেক্ষেত্রে টিভি দেখতে কষ্ট হয়ে যাবে। তাই ঘরের সাইজ অনুযায়ী টিভির সাইজ নির্বাচন করুন। যেন দেখতে বেমানান মনে না হয়।

আরও পড়ুন

রেজিলিউশন
টিভির রেজিলিউশন খুবই গুরুত্বপূর্ণ। এইচডি, ফুল এইচডি, ৪কে ইউএইচডি ও ৮কে উইএইচডি চার ধরনের রেজিলিউশন স্মার্ট টিভি পাবেন। এছাড়াও আরও একটি বিষয় খেয়াল রাখুন। সেটি হচ্ছে স্মার্ট টিভি এলইডি (LED) নাকি ওলেড (OLED)। স্মার্ট টিভি দুইটি প্রযুক্তিই অসাধারণ। তবে ওলেড এর চেয়ে দামে এলইডি অনেকটাই কম। এলইডি টিভিসমূহ মূলত ব্যাকলিট প্রযুক্তি ব্যবহার করে যা ছবি তৈরিতে সমস্ত ক্রিস্টেলকে একটি প্যানেল হিসেবে ব্যবহার করে। অন্যদিকে ওলেড কিন্তু ব্যাকলিট নয়। ওলেড টিভি প্রতিটি পিক্সেল আলাদা ভাবে লাইট আপ হয়ে একসঙ্গে হয়ে ছবি তৈরি করে।

ওয়ারেন্টি
টিভি কেনার সময় অবশ্যই ওয়ারেন্টির কথা জেনে নিন। অথোরাইজড ডিলার থেকে যখনই নতুন টিভি কিনবেন, বেশিরভাগ ক্ষেত্রে টিভি নির্মাতা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে ওয়ারেন্টি দেওয়া হয়। তাই আপনার নতুন স্মার্ট টিভির সঙ্গে একজন স্মার্ট ইউজার হিসেবে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করুন। অথোরাইজড ডিলার থেকে টিভি কিনলে ওয়ারেন্টির সঙ্গে প্রয়োজনে সার্ভিস ও সাপোর্ট পেতে পারেন।

অডিও
অডিওর দিকটা ভালো করে খেয়াল করুন। যে কোনো অভিজ্ঞতার অর্ধেকই নির্ভর করে সাউন্ডের উপর। তাই শুধু দামি স্মার্ট টিভি কেনাটাই যথেষ্ট নয়। দারুণ ভিডিও কোয়ালিটির পাশাপাশি দরকার হবে অসাধারণ অডিও সেটাপের। তাই স্মার্ট টিভি কেনার আগে অডিও সেটাপকে যথেষ্ট গুরুত্ব দিন।

রিমোট কন্ট্রোল
চমৎকার দেখতে রিমোট কন্ট্রোল দেখে এর প্রেমে পড়ে গিয়ে টিভি কিনে বসবেন না। এই রিমোট যে কোনো সময়েই পরিবর্তন সম্ভব। এছাড়াও কিছু থার্ড পার্টি রিমোট কনট্রোল সত্যিই অসাধারণ। তারপরও রিমোট কন্ট্রোলার ঠিকঠাক আছে কিনা বুঝে নিন।

দাম
টিভি কেনার আগে অবশ্যই দামের ব্যাপারে ধারণা নিতে হবে। তা না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে শতভাগ। প্রতিনিয়ত এসব প্রযুক্তি পণ্যের দাম ওঠানামা করে। তবে দিনদিন টিভির দাম কমছে। আপনি যত বেশি খরচ করবেন, ততো বেশি ভালো মানের টিভিই বাজারে রয়েছে। একটি স্মার্ট টিভির জন্য ভালো ইনভেস্ট করতে পারলে পাবেন ডিপার ব্ল্যাক, বেটার কনট্রাস্ট, উন্নত কালার স্পেকট্রাম, ইত্যাদি। এসবের পাশাপাশি আবার বেশি মূল্যের টিভিতে পেয়ে যাবেন আরও বড় স্ক্রিন।

আরও পড়ুন

স্মার্ট টিভি কেনার আগে যা খেয়াল রাখবেন
স্মার্ট টিভির বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।