এখন হোয়াটসঅ্যাপের লক চ্যাট থাকবে আরও নিরাপদ
ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই একের পর এক ফিচার আনছে সাইটটি। সম্প্রতি অনেক নতুন ফিচার নিয়ে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে চ্যাট লক। ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা বাড়াতে অ্যাপ লক ফিচার চালু করেছে সাইটটি। এখন অ্যাপ লক চ্যাট করার জন্য একটি অতিরিক্ত নিরাপত্তার স্তর প্রদান করার কথা ভাবছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেটের অধীনে, ব্যবহারকারীরা অ্যাপটি লক করতে ফিঙ্গার প্রিন্টস, ফেস লক, ডিভাইস পাসকোডের মতো বিভিন্ন ধরনের প্রমাণীকরণ পদ্ধতি ব্যবহার করতে পারবেন। বর্তমানে বিটা পরীক্ষকরা বিভিন্ন প্রমাণীকরণ পদ্ধতির মাধ্যমে অ্যাপটি আনলক করতে পারবেন।
আরও পড়ুন
ওয়েবিটাইনফোর প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। যখন এই অপশনটি সক্রিয় করা হবে, তখন হোয়াটসঅ্যাপ খুলতে ফিঙ্গার প্রিন্টস, ফেস রেকগনিশন বা অন্যান্য অন্য পরিচয়ের প্রয়োজন হবে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের আগের তুলনায় আরও বেশি নিরাপত্তা দেবে। যা ব্যবহারকারীদের গোপনীয়তা এবং ব্যক্তিগত ডেটা সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে কাজ করবে।
এর সাহায্যে ব্যবহারকারীরা শুধু বিভিন্ন ধরনের প্রুফ অপশনই নয় বরং এই ফিচার ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দেবে। এতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রতারণামূলক অ্যাক্সেস থেকে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের নিরাপত্তা সুরক্ষিত করতে পারবেন।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার নিয়েও কাজ করছে। আর সেটা হলো- স্ট্যাটাস আপডেটে পরিচয় উল্লেখ করা। এই আপডেটটি প্রদর্শিত হলে ব্যবহারকারীদের অবিলম্বে অবহিত করা হবে। হোয়াটসঅ্যাপের আসন্ন সর্বশেষ সংস্করণে ব্যবহারকারীদের স্ট্যাটাস আপডেটে সরাসরি এটি পরিচয় অন্তর্ভুক্ত করার অপশন থাকবে।
আরও পড়ুন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এমএস