টুইটার দিবস

টুইটারের প্রথম টুইট কি ছিল জানেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ২১ মার্চ ২০২৪

টুইটার, যাকে বর্তমানে এক্স নামেই চেনেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্টটি আজকের দিনে অর্থাৎ ২১ মার্চ ২০০৬ সালে তার যাত্রা শুরু করেছিল। জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন এবং সেই বছরের জুলাই মাসে এটি চালু হয়।

মাইক্রোব্লগিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে নিবন্ধিত ব্যবহারকারীরা টুইট পোস্ট, লাইক এবং পুনঃটুইট করতে পারে, কিন্তু অনিবন্ধিত ব্যবহারকারীরা শুধুমাত্র সেই টুইটগুলিই পড়তে পারে যা সর্বজনীনভাবে উপলব্ধ।

২৫ এপ্রিল ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ স্পেস এক্স এবং টেসলার সিইও ইলন মাস্কের কাছে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার বিক্রি করে দেয়। এরপর ইলন মাস্ক এর নাম পরিবর্তন করে রাখেন এক্স।

প্রতিদিন কয়েকশ মিলিয়ন ব্যবহারকারী এখানে টুইট করেন। বিশ্বের বিখ্যাত ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষও ব্যবহার করছেন টুইটার। তবে জানেন কি, টুইটারের প্রথম টুইটটি কে করেছিলেন, কী ছিল সেই টুইটে?

টুইটারের প্রথম টুইট কি ছিল জানেন?

আরও পড়ুন

টুইটারে প্রথম টুইটটি করেছিলেন টুইটারের নির্মাতা জ্যাক ডরসি নিজেই। ২০০৬ সালের মার্চে টুইটারে প্রথম টুইটটি করেন জ্যাক। মার্চের ২২ তারিখ রাত ২টা ২০ মিনিটে প্রথম টুইট করে জ্যাক লেখেন, ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার, অর্থাৎ আমার টুইটার মাত্র তৈরি করছি।’

টুইটারের ১৫ বছর পূর্তিতে সেই টুইটটি ডিজিটাল মেমরিবিলিয়া হিসাবে নিলামের সিদ্ধান্ত নেন জ্যাক। যদিও এর আগের বছর ডিসেম্বরেই অনেকে টুইটটি বিক্রি হওয়ার খবর পান। প্রথম টুইটটি বিক্রির লক্ষ্যে তা ‘ভ্যালুয়েবলস বাই সেন্ট’ নামের অনলাইন মার্কেটপ্লেসে তালিকাভুক্ত করেন জ্যাক ডরসি।

জ্যাক ডরিসের টুইটটির দাম ওঠে দুই মিলিয়ন ডলার। সর্বোচ্চ এই দাম এসেছে ব্লকচেইন প্ল্যাটফর্ম ট্রোনের প্রতিষ্ঠাতা জাস্টিন সানের কাছ থেকে। তিনি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিটটরেন্টেরও প্রধান।

সূত্র: দ্য ইকোনোমিকস টাইমস

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।