ফোনের স্ক্রিনের আলো হঠাৎ পরিবর্তন হলে সতর্ক হোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৬ মার্চ ২০২৪

সারাক্ষণ ফোন ব্যবহার করছেন। ফোনে চ্যাট করছেন, কিংবা সিনেমা-নাটক দেখছেন অবসর সময়ে। পড়াশোনাও আজকাল সবাই করছেন স্মার্টফোনেই। ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে ঘরের ইলেকট্রিক বিল পরিশোধ করা যায় স্মার্টফোনেই। তাই তো স্মার্টফোনের দিকে হ্যাকারদের নজরও বেশি।

প্রতারকদের ধূর্ততা দিন দিন বেড়েই চলেছে, আর তাই ফোন সুরক্ষিত করা জরুরি হয়ে পড়েছে। হ্যাকিং সম্পর্কে অনেক নতুন পদ্ধতি জানা গেলেও প্রতারকরা আরেকটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছে।

এতে হ্যাকাররা গোপনে ব্যবহারকারীদের ফোনের স্ক্রিন রেকর্ড করে রাখে। আশ্চর্যের বিষয় হলো ফোনের স্ক্রিন রেকর্ড করার সময় ব্যবহারকারীরা তা টেরও পায় না এবং প্রতারকরা ডাটা চুরি করে তাদের নিয়ে কৌশল খেলে। আমাদের ফোনে এত বেশি ব্যক্তিগত ডেটা রয়েছে যে এটি হ্যাকারদের হাতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন
ফোনে বিরক্তিকর বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

কেউ স্ক্রিন রেকর্ড করছে কি না তা কীভাবে জানবেন? ফোনের স্ক্রিন রেকর্ড করছে তা কীভাবে জানবেন? এটি খুঁজে বের করা সহজ নয়, তবে কিছু ফোনে এমন বৈশিষ্ট্য দেওয়া থাকে, যার কারণে আপনার ক্যামেরা বা মাইক ব্যবহার করা হলে সবুজ আলো জ্বলতে শুরু করে।

গ্রিন ডট হলো একটি টুল যা আপনাকে জানাতে দেয় যে একটি অ্যাপ্লিকেশন বর্তমানে ডিভাইসের ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করছে কি না।

যদি আপনার ফোনে স্ক্রিন রেকর্ড করা হয় বা ক্যামেরা ব্যবহার করা হয়, তাহলে আপনি ফোনের ডানদিকে একটি সবুজ আলো দেখতে পাবেন। আপনি যদি নিজে রেকর্ড করছেন বা মাইক্রোফোন ব্যবহার করছেন, তাহলে কোনো টেনশন নেই, কিন্তু আপনি যদি এটি ব্যবহার না করেন, আলো জ্বলে থাকে, তাহলে এর অর্থ হতে পারে অন্য কেউ আপনার স্ক্রিন রেকর্ড করছে এবং সেও আপনার কথা শুনছে।

দ্রুত আপনার ফোনের সেটিংস পরিবর্তন করুন। যদি কোনো অ্যাপের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করা হয়, তাহলে আগে দেখুন কোন অ্যাপ থেকে রেকর্ডিং করা হচ্ছে। একবার শনাক্ত হলে, সেই অ্যাপটি মুছে ফেলুন। পাশাপাশি আরেকটি উপায় হলো যে ফোনটি রিসেট করা উচিত।

আরও পড়ুন
ফোন থেকে নম্বর ডিলিট হয়ে গেলে ফিরে পাবেন যেভাবে
ফোন হ্যাক হওয়া রুখবেন যেভাবে

সূত্র: মেক ইউজ অব

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।