ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-মেইল প্ল্যাটফর্ম জি-মেইল। অফিসিয়াল এবং ব্যক্তিগত কাজে জি-মেইল ব্যবহার করেন। নানান প্রয়োজনীয় মেইলের পাশাপাশি অপ্রয়োজনীয় মেইলেও ভরে যায় ইনবক্স। ডিলিট করেও রেহাই মিলছে না। এর জন্য আবার স্টোরেজও ভরে উঠছে।
আরও পড়ুন: বন্ধ হয়ে যাচ্ছে লাখ লাখ জি-মেইল অ্যাকাউন্ট
অপ্রয়োজনীয় মেইল ডিলিট করেও লাভ হয় না বিশেষ। আবার আসতে থাকে। তাই একেবারে ওয়েবসাইট থেকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। জি-মেইল থেকে আনসাবস্ক্রাইব দু’ভাবে করতে পারবেন-প্রথম ব্যক্তিগত ভাবে, দ্বিতীয় বাল্ক অর্থাৎ একসঙ্গে অনেকগুলো মেইল আনসাবস্ক্রাইব।
ব্যক্তিগতভাবে করতে চাইলে-
>> যে ই-মেইল আনসাবস্ক্রাইব করতে চান সেটি ওপেন করুন।
>> এবার মেইলের একদম নিচে স্ক্রল করুন, এখানে একটি ‘আনসাবস্ক্রাইব’ অপশন থাকবে।
>> সেখানে ক্লিক করতে হবে। তারপর একটি ওয়েব পেজে রি-ডাইরেক্ট হতে পারেন, যেখানে কনফার্ম। অপশনে ট্যাপ করতে হবে।
অন্য উপায়ে-
>> এজন্য জি-মেইল আনসাবস্ক্রাইব ফিচার ব্যবহার করতে পারেন।
>> এজন্য জি-মেইল ওপেন করুন।
>> এবার সার্চ বক্সে গিয়ে টাইপ করুন ‘আনসাবস্ক্রাইব’।
>> এবার সব স্প্যাম এবং প্রমোশনাল চলে আসবে স্ক্রিনে।
>> তারপর উপরে থ্রি লাইন ডটে ক্লিক করে ‘ডিলিট অল’ অপশনে ট্যাপ করতে পারেন।
সূত্র: গুগল সাপোর্ট
কেএসকে/জেআইএম