বড়দিনে প্রিয়জনকে যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

প্রযুক্তি নির্ভর দুনিয়ায় সারাক্ষণ কোনো না কোনো গ্যাজেট ব্যবহার করছেন। স্মার্ট সব গ্যাজেট আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলছে। তাই বড়দিনে আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন স্মার্ট গ্যাজেট। জেনে নিন কোন গ্যাজেট উপহার দিতে পারেন-

স্মার্টওয়াচ
সময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে।

স্মার্টফোন
বর্তমানে স্মার্ট ডিভাইসের সঙ্গেই আমাদের কাটছে সারাদিন। তাই একটি স্মার্টফোন উপহার হিসেবে কিনতে পারেন। স্মার্টফোন থাকলে খুব সহজেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাজার কথা থেকে শুরু করে জরুরি প্রয়োজনে গাড়ি ডাকা সব কাজই করা যাবে। এমনকি বাড়ির বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করতে পারবে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে। যে কোনো বাজেটের মধ্যেই খুব ভালো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন উপহার দেওয়ার জন্য।

আরও পড়ুন: আরও আপডেট হচ্ছে নতুন প্রজন্মের এয়ারপড

স্লিপ ট্র্যাকার
স্বাস্থ্য ঠিক রাখতে এই গ্যাজেটটি অনেক ভূমিকা রাখতে পারে। এই গ্যাজেটের মাধ্যমে স্বাস্থ্যের সব কিছু নিয়ন্ত্রণে রাখা যাবে, যেমন-ঘুমের পরিমাণ, শরীরে ক্যালরির পরিমাণ ইত্যাদি। পরিমিত ঘুম শরীর ভালো রাখতে সাহায্য করে। এই গ্যাজেটটির মাধ্যমে ঘুমের পরিমাণ এবং সময় জানা যাবে।

ফুড মাস্যাজার
এখন বাজারে বিভিন্ন ধরনের পোর্টেবল ফুট ম্যাসাজার পাওয়া যায়। সারাদিন বিভিন্ন কাজ করার পরে পায়ে, কোমরে ব্যথা হতেই থাকে। আর সেই দিকে হয়তো আমাদের সবসময় নজর দেওয়া হয় না। তাই এ ধরনের ফুট ম্যাসাজার উপহার দিতে পারেন বাবাকে। অল্প দামে বিভিন্ন ব্র্যান্ডের ফুড মাস্যাজার পাবেন বাজারে।

স্মার্ট স্পিকার
অবসর সময়ে কোরআন তেলাওয়াত শোনা, গান শোনা কিংবা কলিং বেলের শব্দ ঘরের যে কোনো প্রান্তে শুনতে স্মার্ট স্পিকার দিতে পারেন। বর্তমানে স্মার্ট স্পিকারে আরও অনেক ধরনের ফিচার দেওয়া থাকে। বিভিন্ন দামের অনেক কোম্পানির স্মার্ট স্পিকার পাওয়া যায় বাজারে।

ডিজিটাল তসবি
শিক্ষককে উপহার দিতে পারেন ডিজিটাল তসবি। এখন বাজারে বিভিন্ন ধরনের আকর্ষণীয় তসবি পাওয়া যায়। যা গণনায় নির্ভুল রাখবে এবং যে কোনো জায়গায় বহন করাও খুব সহজ হবে।

ইলেকট্রিক এসেনশিয়াল অয়েল ডিফিউজার
জীবন যত স্মার্ট হচ্ছে মানসিক শান্তি, স্থিতি ততই বিপর্যস্ত হচ্ছে। তাই আলাদা করে শান্তি খোঁজার প্রয়োজন হচ্ছে মানুষের। আর এই কাজে খুব ভালভাবে সাহায্য করতে পারে এসেনশিয়ল অয়েল ডিফিউজার। বৈদ্যুতীন ডিফিউজারগুলো ব্যবহার করা সহজ, এতে মন ভালো থাকে। তাই প্রিয়জনকে তাদের পরিবেশের সঙ্গে মানানসই ইলেকট্রিক এসেনশিয়ল অয়েল ডিফিউজার সেট দেওয়া যেতে পারে উপহার হিসেবে।

আরও পড়ুন: নয়েজ আনছে পিউর পডস, দৌড়ালেও কান থেকে খুলবে না

এলইডি পিলো

বালিশের মতো আরামদায়ক আর কী হতে পারে! কিন্তু বালিশ কি কাউকে উপহার দেওয়া যায়? আধুনিক উপহারের তালিকায় কিন্তু নাম তুলে ফেলেছে এই বালিশ। আসলে এ তো, যেমন তেমন বালিশ নয়। প্রিয়জনের নাম, বিশেষ কোনও বার্তা, এমনকি প্রিয় ছবিও ছাপিয়ে দেওয়া যেতে পারে সেই বালিশে। সবচেয়ে বড় বিষয় সেই বালিশে জ্বলতে পারে এলইডি আলোও। ফলে দারুন রোমান্টিক পরিবেশ তৈরি হবে ঘর জুড়ে।

প্লে-স্টেশন ৫
ভার্চুয়াল গেম খেলতে যারা ভালবাসেন তাদের জন্য সেরা উপহার হতে পারে লেটেস্ট প্লেস্টেশন ৫। এর অত্যাশ্চর্য গ্রাফিক্স, বিশাল লাইব্রেরি, ব্যতিক্রমী গেমিং অভিজ্ঞতা মুগ্ধ করবে। তবে হ্যাঁ, এটি বেশ মূল্যবান উপহার হতে পারে।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।