নতুন রূপে ইয়ামাহার পুরোনো বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৩

ইয়ামাহার জনপ্রিয় বাইক এমটি-০৯ নতুন রূপে আসছে বাজারে। এই বাইকের টপ-স্পেক ভার্সন এমটি-০৯ এসপি ভার্সন আনতে চলেছে ইয়ামাহা। তিন সিলিন্ডার নেকেড ডিজাইনের এই বাইকের স্টাইলিংয়ে বেশ কিছু পরিবর্তন করেছে সংস্থা। বাইকে যোগ হয়েছে নতুন ইলেকট্রনিক্স এবং ইঞ্জিন।

নতুন বাইকের অন্যতম বৈশিষ্ট্য হলো এটির দুদিকেই পাবেন অ্যাডজাস্টেবেল সাসপেনশন। বাইকটির চেহারা আরও বেশি আকর্ষণীয় এবং অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। থাকছে একাধিক নতুন বৈশিষ্ট্য।

আরও পড়ুন: ৩১০ সিসির নতুন বাইক আনলো টিভিএস মোটর

বাইকটির ফুয়েল ট্যাংক ডিজাইন আগের থেকে ছোট করা হয়েছে। বাইকের হ্যান্ডেলবারও নিচু করা হয়েছে। ফুটপেগও থাকছে নতুন। একগুচ্ছ ইলেকট্রনিক্স যুক্ত হয়েছে দুই চাকায়। স্ট্যান্ডার্ড মোডের পাশাপাশি দুটি কাস্টমাইজেবেল মোড এবং দুটি ইঞ্জিন ব্রেক ম্যানেজমেন্ট মোড থাকছে।

বাইকে যে টিএফটি কনসোল রয়েছে সেখানেও ৫টি আলাদা ভিজুয়াল মোড রয়েছে। সঙ্গে থাকছে স্মার্টফোন কানেক্টিভিটি এবং স্মার্ট কি-সিস্টেম। উন্নত ব্রেম্বো স্টাইলেমা ব্রেক ক্যালিপার রয়েছে। বাইকে মিলবে বড় ২৯৮ মিলিমিটার ডিস্ক ব্রেক। বাইকে যোগ হয়েছে নতুন কালার সঙ্গে পলিশ কোটেড সুইংআর্ম।

নতুন হাইপার নেকেড মোটরসাইকেলের দাম রাখা হয়েছে ১০ হাজার ৫৯৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৭৩ হাজার টাকা। ২০২৪ সালের মার্চে মাসে বাজারে অফিশিয়ালি বাইকটি লঞ্চ হবে বলে জানা গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।