ব্যক্তিগত তথ্য চুরি করছে স্যামসাং, দাবি গুগলের
স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ব্যবহার করা হয় আমাদের। কিছু ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকে। আবার কিছু অ্যাপ কাজের জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন। এসব অ্যাপে থাকে নানান ধরনের ম্যালওয়্যার। যা ফোনের ক্ষতির পাশাপাশি ব্যবহারকারীদেরও ক্ষতি করছে।
এবার স্যামসাং ফোনের দুটি অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ এনেছে গুগল। গুগল প্লে প্রোটেক্টের কাজ হলো মোবাইলে যে অ্যাপটি নামাচ্ছেন তা ব্যবহারকারীর ব্যক্তিগত কিংবা সংবেদনশীল তথ্য চুরি করছে কি না তা যাচাই করা। পাশাপাশি অ্যাপটি নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে কি না তাও নিশ্চিত করে।
আরও পড়ুন: গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন
৯টু৫ গুগলের রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকে গুগলের প্লে প্রোটেক্টের পক্ষ থেকে মেসেজ পেতে শুরু করেছে। যেখানে বলা হয়েছে স্যামসাং মেসেজ এবং ওয়ালেট অ্যাপদুটি ক্ষতিকর। এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগতে তথ্যে নজরদারী চালাচ্ছে, যেমন-এসএমএস, ফটো, অডিও রেকর্ডিং এবং কল হিস্ট্রি।
এমনকি স্যামসাং কমিউনিটি ফোরাম থেকে ব্যবহারকারীদের সতর্ক করা হচ্ছে। তারা বলছেন, স্যামসাং মেসেজ অ্যাপ ব্যবহার করার ফলে ফোনের সিকিউরিটির সমস্যা দেখা গিয়েছে। গুগলের তরফে একটি পপ-আপ পাঠানো হচ্ছে। আপনার কাছে যদি এই দুই অ্যাপ থাকে তাহলে এখনই সতর্ক হন। পাশাপাশি আর কোন অ্যাপ আপনার ফোনের সিকিউরিটি বিঘ্নিত করছে তাও পরীক্ষা করে নিন।
গুগল প্লে প্রোটেক্ট চালু করতে-
>> প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপে যান।
>> উপরে ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
>> প্লে প্রোটেক্ট সেটিংস অপশনে ট্যাপ করুন।
>> এবার অ্যাপগুলো স্ক্যান করে দেখতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জেআইএম