একসঙ্গে ৩ বৈদ্যুতিক গাড়ি আনছে টাটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩

বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টাটা অনেকদিন আগেই বাজারে এনেছে বৈদ্যুতিক গাড়ি। এবার একসঙ্গে ৩ বৈদ্যুতিক গাড়ি আনছে সংস্থাটি। ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি সংস্থা টাটা মোটরস।

এই মুহূর্তে বাজারে আছে টাটা নিক্সন, টাটা টিগোর এবং টাটা টিয়াগো বৈদ্যুতিক গাড়িগুলো। খুব শিগগির যোগ হতে চলেছে তিনটি নতুন গাড়ি- টাটা পাঞ্চ ইভি, টাটা হ্যারিয়ার ইভি এবং টাটা কার্ভ ইভি। টাটা পাঞ্চ, হ্যারিয়ার এবং কার্ভ এই তিন গাড়িতে ফুল চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, টাটা পাঞ্চ সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির মতো দেখতেই হবে গাড়িগুলো। বর্তমানে বাজারে এটি পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বিক্রি হয়। গাড়িটি টাইগর অথবা টিয়াগোকে অনুসরণ করে আসতে পারে বাজারে। তবে সংস্থার পক্ষ থেকে যেহেতু গাড়ির ডিজাইন নিয়ে মন্তব্য করা হয়েছে, তাই পাঞ্চ-এর চেহারায় যে বড় চমক থাকতে চলেছে তা এক প্রকার নিশ্চিত।

আরও পড়ুন: মারুতি, হুন্দাই আনছে নতুন বৈদ্যুতিক গাড়ি

এর আগে শোনা গিয়েছিল, গাড়িটি সিঙ্গেল চার্জে ৩০০-৩২০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। কিন্তু এখন সংস্থা নিশ্চিত করে বলছে, গাড়িতে ৫০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। অর্থাৎ গাড়ির ব্যাটারি প্যাকও থাকবে বড় ক্ষমতা সম্পন্ন।

টাটা পাঞ্চ ছাড়াও সম্প্রতি হ্যারিয়ার ও সাফারির ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে সংস্থা। গাড়ি দুটি নতুন রূপে, নতুন ফিচার্স সহ বাজারে এসেছে। যোগ হয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের মতো আধুনিক বৈশিষ্ট্য। আশা করা যাচ্ছে, টাটা পাঞ্চেও থাকবে তেমনই সব সুবিধা।

গাড়িগুলোর দাম কেমন হবে তা এখনো জানা যায়নি। খুব শিগগির বাজারে আসতে চলেছে গাড়িগুলো। এখন মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর এর আরও ফিচার সম্পর্কে জানা যাবে।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।