মেটার নতুন স্মার্ট চশমা, যেসব সুবিধা পাবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

মেটা নিয়ে এলো নতুন স্মার্ট গ্লাস। এর আগেও একটি স্মার্ট গ্লাস বাজারে এনেছে মেটা। তবে আগেরটার থেকে নতুন স্মার্ট গ্লাস আরও বেশি স্মার্ট। চশমা পরে যে কোনো পয়েন্ট অব ভিউ থেকে তুলতে পারবেন ছবি, রেকর্ড করা যাবে ভিডিও।

মেটা রে-ব্যান স্মার্ট গ্লাসের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং। এর সাহায্যে ব্যবহারকারীরা যাই দেখবেন, তারই লাইভস্ট্রিমিং করতে পারবেন এবং তা একেবারে রিয়েল টাইম ভিত্তিতে। যদিও ফেসবুক এবং ইনস্টাগ্রামেই তা লাইভস্ট্রিম করা যাবে।

নতুন স্মার্ট গ্লাসের ফ্রেমে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং এলইডি ইউনিট। এই চশমার ক্যামেরা ব্যবহার করে ৩০২৪ x ৪০৩২ পিক্সেলের দুর্দান্ত ছবি এবং ১০৮০ পিক্সেল ভিডিও ক্যাপচার করতে পারবেন কাস্টমাররা। মেটা ভিউ অ্যাপের সাহায্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে মিডিয়া ফাইলগুলো শেয়ার করা যাবে।

আরও পড়ুন: নয়েজের স্মার্টওয়াচে ফোন নম্বরও সেভ করতে পারবেন

মেটার দাবি, আগের রে-ব্যান স্টোরিজের তুলনায় এই নতুন চশমার ডুয়াল ওপেন-ইয়ার স্পিকার্স অডিও লিকেজ আরও কম করতে পারে। সেই কারণেই নতুন চশমাটি আগের থেকে আরও ৫০ শতাংশ বেশি সাউন্ড দিতে পারে অতিরিক্ত ক্ল্যারিটি সহযোগে।

পারফরম্যান্সের জন্য এই চশমায় কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআর১ জেন১ প্ল্যাটফর্ম প্রসেসর রয়েছে। এই প্রসেসর পেয়ার করা রয়েছে ৩২জিবি ইনবিল্ট স্টোরেজের সঙ্গে। আগের থেকে এই চশমার ডিজাইন আরও পাতলা করা হয়েছে।

এক চার্জে ৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে চার্জিং কেসে থাকা অবস্থায় চশমাটি ৩২ ঘণ্টা অতিরিক্ত ব্যাকআপ দিতে পারে। আর একবার সম্পূর্ণ চার্জ হতে এই চশমা সময় নেয় মাত্র ৭৫ মিনিট। সুরক্ষার জন্য এই চশমা IPX4 রেটিং প্রাপ্ত।

এই স্মার্ট গ্লাসে তাদের এআই ফিচারও যোগ করা হয়েছে। তবে তা এখনো বিটা পর্যায়ে। এই সুবিধা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই পাবেন। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশে অক্টোবর থেকে স্মার্ট গ্লাসের বিক্রি শুরু করতে চলেছে মেটা।

স্ট্যান্ডার্ড লেন্স দিয়ে এই স্মার্ট চশমার দাম পড়বে ২৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার টাকা। অন্য দিকে পোলারাইজড ও ট্রানজিশন লেন্স দিয়ে এর দাম ৩২৯ মার্কিন ডলার বং 379 মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার এবং ৪১ হাজার ৮০০ টাকা।

সূত্র: মেটা

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।