একসঙ্গে দুই স্মার্টওয়াচ আনলো অ্যামজফিট
বর্তমানে জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা অ্যামজফিট। একের পর এক নতুন গ্যাজেট নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। এবার একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনলো অ্যামজফিট। স্মার্টওয়াচ দুটির নাম অ্যামজফিট চিতা রাউন্ড এবং অ্যামজফিট চিতা স্কোয়ার।
একাধিক জরুরি ফিচার্স রয়েছে দুটি ঘড়িতেই। রয়েছে, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল মনিটরিং সেন্সর, রিয়্যাল টাইম হার্ট রেট মনিটরিং এবং ফিমেল হেল্থ ট্র্যাকিং ফিচার্স। রাউন্ড মডেলটিতে ১.৩৯ ইঞ্চির এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং স্কোয়্যারে রয়েছে ১.৭৫ ইঞ্চির এইচডি অ্যামোলেড ডিসপ্লে। দুটি ঘড়িই ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স এবং জিপ অ্যাপ সাপোর্ট করে।
অ্যামজফিট চিতা রাউন্ড ঘড়িটিতে দেওয়া হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। যাতে রয়েছে ট্যাম্পার্ড গ্লাস এবং অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং। দেওয়া হয়েছে সিলিকন রাবার স্ট্র্যাপ। ওয়্যারেবলটিতে রয়েছে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি, যা ১০ মিটার রেডিয়াস পর্যন্ত ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এর সাহায্যে ইউজাররা কবজি থেকেই ভয়েস কল রিসিভ করতে পারবেন।
আরও পড়ুন: নারীদের জন্য বিশেষ স্মার্টওয়াচ আনলো নয়েজফিট
ঘড়িটিতে রয়েছে ১৫০টিরও বেশি স্পোর্টস মোড। ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে এবং জিপ অ্যাপের সাহায্যেই অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইলে ফোনটি পেয়ার করা যেতে পারে। জিপিএস ভিত্তিক ম্যাক্সট্র্যাক প্রযুক্তি দেওয়া হয়েছে ঘড়িটিতে, যা ১০০ শতাংশ স্যাটেলাইট সিগন্যাল পিক আপ করতে পারে।
এছাড়া SpO2 মনিটর এবং হার্ট রেট ট্র্যাকার দেওয়া হয়েছে এতে। মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং, স্লিপ মনিটরিংয়ের মতোও ফিচার্স রয়েছে এতে। মেসেজ নোটিফিকেশন, ক্যালেন্ডার রিমাইন্ডার এবং অ্যাপ অ্যালার্টও দিতে পারে। পাশাপাশি ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল এবং ফাইন্ড মাই ডিভাইস ফিচার সাপোর্ট করে।
অন্যদিকে অ্যামজফিট চিতা স্কোয়ারে অ্যামজফিট চিতা রাউন্ডের সব ফিচারই রয়েছে। কেবল স্কোয়্যার স্মার্টওয়াচটির ডিসপ্লে অনেকটা বড়। আর ডিসপ্লেটি স্কোয়্যার শেপের। ভারতীয় বাজারে স্মার্টওয়াচ দুটির দাম রাখা হয়েছে ২০ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার ৮৪৫ টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্মার্টওয়াচ দুটি কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে/এমএস