ঝামেলা এড়াতে গাড়িতে যেসব জিনিস রাখা জরুরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

যারা নিয়মিত গাড়ি নিয়ে দূর দুরান্তে ভ্রমণ করেন। যখন খুশি বেড়িয়ে পড়েন পাহাড় কিংবা সমুদ্রের উদ্দেশে। অথবা সপ্তাহের ছুটির দিনে চলে যান শহরের আশপাশের কোনো রাস্তায় লং ড্রাইভে।

এমন হুটহাট বেড়িয়ে গেলে মাঝে মাঝে নানান সমস্যায় পড়তে হইয় অনেককে। যেমন ধরুন, গাড়ির চাকা পাংচার হওয়া বা ইঞ্জিনে কোনো সমস্যা। গাড়ি চালানোর সময় যে কোনো বিপত্তি ঘটতে পারে। স্থান-কাল দেখে সেই বিপত্তি আসবে না। তাই আগে ভাগে যদি প্রস্তুত থাকেন তাহলে অনেকটাই ঝামেলা মুক্ত থাকা যায়। বহু মানুষই গাড়ির সঙ্গে অনুসঙ্গিক জিনিস বয়ে নিয়ে যান। যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হলেও অনেক কিছু জিনিস থাকে যার ব্যবহার কম।

আপনার গাড়ির ট্যাঙ্কে কিছু জিনিস রাখুন। যা যে কোনো সমস্যা থেকে আপনাকে বাচাতে পারে। যেনে নিন সেগুলো কী-

ওয়ার্নিং ট্রায়াঙ্গেল
গাড়ি চালানোর সময় হঠাৎ দুর্ঘটনায় জড়িয়ে পড়লে আপনার পেছনের যানবাহনের কাছে তা দৃশ্যমান না হলে বড় দুর্ঘটনা হতে পারে। এভাবে নিজেকে আরও বিপদে ফেলতে পারেন। তাই একটি ওয়ার্নিং ট্রায়াঙ্গেল রেখে দিন। যাতে এই ধরনের ঘটনা হলে সেটি গাড়ির পাশে রেখে আগত যানবাহনগুলোকে সতর্ক করতে পারবেন। এটি প্লাস্টিকের তৈরি হয় এবং ওজন ও আয়তনে খুবই হালকা হয়।

আরও পড়ুন: এক চার্জে ৪৬৫ কিলোমিটার চলবে টাটার ই-কার

জাম্পার কেবিল
এটি এক ধরনের কেবিল যা গাড়িকে খাদের কিনারা থেকে তুলে আনতে সাহায্য করে। আসলে দীর্ঘ ভ্রমণের সময় খাদ বা ঢালু রাস্তায় নেমে যায় গাড়ি। সেই ক্ষেত্রে অন্য গাড়িতে এই জাম্পার কেবিল লাগিয়ে নিজের গাড়িটি টেনে তুলতে পারেন।

স্পেয়ার টায়ার, এয়ার কম্প্রেসর ও টায়ার সিলার
দীর্ঘ ভ্রমণে আচমকা টায়ার গন্ডগোল করলে কাজে আসবে স্পেয়ার টায়ার। অতিরিক্ত টায়ারের পাশাপাশি একটি এয়ার কম্প্রেসর এবং টায়ার সিলার রাখা দরকার। কারণ এক সঙ্গে দুটি টায়ার যদি পাংচার হয় তাহকে এগুলোর মাধ্যমে স্বল্প সময়ের জন্য মেরামত করতে পারবেন। যা আপনাকে নিকটবর্তী গ্যারাজ অবধি নিয়ে যেতে সাহায্য করবে।

ফার্স্ট এইড কিট
আপনার বা গাড়ির যাত্রীদের যদি ছোটখাটো বা বড় আঘাত লাগে তাহলে ট্রাঙ্কে থাকা ফার্স্ট এইড কিট কাজে আসবে। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে যা যা দরকার তা এই কিতে রাখতে পারেন যেমন ব্যান্ডেজ, ব্যান্ড-এইডস, অ্যান্টিসেপটিক ক্রিম এবং সম্ভাব্য আঘাতের ওষুধ ইত্যাদি।

আরও পড়ুন: গাড়ির সিট পরিষ্কার করবেন যেভাবে

সারভাইভাল কিট
অনেকেই হয়তো ভাবছেন এটা আবার কোন কাজে আসবে? কোনো প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ বা পাহাড়-জঙ্গলে ঘুরতে গেলে এটি আপনার প্রাণ বাঁচাতে পারে। এই কিটের মধ্যে এমন কিছু উপাদান রাখুন যেগুলো দিয়ে কিছু ঘণ্টা বা কয়েকদিন কাটাতে পারবেন যতক্ষণ না উদ্ধারকারী দল আসছে। যেমন একটি কম্বল, একটি রেডিও, জল, খাবার ইত্যাদি।

শুকনো খাবার এবং পানি
গাড়িতে সব সময় কিছু খাবার এবং পানির বোতল রাখুন। এমন খাবার রাখুন যেগুলো বেশ কিছুদিন ভালো থাকে। বিশেষ করে শুকনো খাবার রাখতে পারেন। কিছু মসলা রাখতে পারেন যেন কোথাও আটকা পড়লে রান্না করে খেতে পারেন।

ফায়ার এক্সটেনশনার
ফায়ার এক্সটেনশনার খুবই জরুরি একটি জিনিস। যা ঘর বাড়িতে রাখার পাশাপাশি আপনার গাড়িতেও রাখতে পারেন। এখন গাড়িতে আগুন লাগার ঘটনা প্রায়ই শোনা যায়। বিপদে এটি আপনার কাজে লাগতে পারে।

ফ্ল্যাশলাইট
আপনার গাড়িতে রাখার জন্য একটি ফ্ল্যাশলাইট একটি অপরিহার্য জিনিস। যদি অন্ধকারে কোথাও আটকা পড়ে থাকেন তবে এটি আপনাকে দূর থেকে কাউকে জানাতে সহায়তা করতে পারে।

সূত্র: অটো ফার্নিশ, রেডি ওয়াইস

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।