১১৮টি নতুন ইমোজি আসছে অ্যান্ড্রয়েড-আইফোনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

ইমোজির ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে। মনের কথা বোঝাতে দীর্ঘ বাক্য ব্যয় করতে হয় না। একটা বা দুটো ইমোজি দিয়েই বোঝানো যায় অনেক কথা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে অনেক দিন থেকেই ব্যবহার হচ্ছে শত শত ইমোজি। এবার আরও ১১৮টি ইমোজি যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড ও আইফোনে।

নতুন ইমোজি তৈরির জন্য আস্ত একখানা গুগল কিচেনই তৈরি করে ফেলেছে এই সার্চ ইঞ্জিন গুগল। এবার শোনা যাচ্ছে, ইউনিকোড কনসার্টিয়াম ইমোজি ১৫.১-কে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। যার অর্থ, খুব শিগগির আপনার মোবাইলে জায়গা করে নেবে বেশ কিছু নতুন ইমোজি। অ্যান্ড্রয়েড এবং আইফোন, উভয় ব্যবহারকারীরাই যা ব্যবহার করতে পারবেন।

এবার একসঙ্গে অনেকগুলো ইমোজি প্রকাশ্যে আনা হবে। যার মধ্যে রয়েছে, নেতিবাচক এবং ইতিবাচক ভাবে মাথা নাড়ানো, ফিনিক্স পাখি, লেবু, মাশরুম, ভাঙা শিকের মতো ইমোজিগুলো। এখানেই শেষ নয়, পরিবারের সদস্য সংখ্যা বোঝানো যাবে, এমন ইমোজিও আসছে।

ইমোজিপিডিয়ার পক্ষ থেকে কয়েকটি ইমোজির ছবি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ইমোজি ১৫.১-এ মোট ১১৮টি ইমোজি রয়েছে। যার মধ্যে ছটির কনসেপ্ট একেবারে অন্যরকম। এছাড়াও দিক নির্দেশ করবে, এমন ১০৮টি ইমোজি থাকছে। খুব শিগগির সব প্ল্যাটফর্মে ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: দ্য ভার্জ

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।