গুনগুন করে সুর বাজালেও গান খুঁজে দেবে ইউটিউব
অনেক সময় আমাদের এমন হয় যে, গান হয়তো মনে পড়ছে তবে গানের কথা ঠিক মুখে আসছে না। এসময় সুর গুনগুন করে গাইলেও গানের কথা মনে করতে পারছেন না। আর কথা মনে না থাকায় সেটি ইউটিউবে খুঁজতেও পারছেন না। এবার এই সমস্যার সমাধান আনছে ইউটিউব।
টেক জায়ান্ট গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে যুক্ত হচ্ছে নতুন ফিচার। যেখানে আপনি গুনগুন করে সুর বাজালেও সেই গান খুঁজে দেবে ইউটিউব। কোনো ব্যবহারকারী কোনো গান গুনগুন করলে বা রেকর্ড করে শোনালেই সেই গানটি বের করে দেবে তারা।
আপাতত এই ফিচারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখা হচ্ছে। অর্থাৎ বিটা ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করছেন। বিশেষ করে যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব ব্যবহার করেন। যারা আইওএস ব্যবহার করেন তারা এখনই এই সুবিধা পাবেন না বলেই জানা গিয়েছে। শিগগির ইউটিউব সব ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করবে।
আরও পড়ুন: বিনামূল্যে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন যেভাবে
ইউটিউবের ‘ভয়েস সার্চ’-এ গিয়ে নতুন গান খোঁজার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যে গানটি খোঁজা হচ্ছে তা গুনগুন করে বা রেকর্ড করে ফেলতে হবে। গান শনাক্তকরণের জন্য তিন সেকেন্ড বা তার বেশি সময় ধরে রেকর্ডিং ধরে রাখতে হবে।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, একবার গানটি শনাক্তকরণ হয়ে গেলে, ব্যবহারকারীকে ফলাফল দেখানো হবে। তার মধ্যে যেমন থাকতে পারে অফিসিয়াল মিউজিক কন্টেন্ট, তেমনই থাকতে পারে অন্য কোনো ব্যবহারকারীর তৈরি ভিডিও, বা শর্টসও।
সূত্র: টেকক্রাঞ্চ
কেএসকে/এএসএম