অ্যাপলের নতুন ওয়াচ আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৩ আগস্ট ২০২৩

অ্যাপলের নতুন পণ্য মানেই সবার কাছ একটু বাড়তি উন্মাদনা। সেটা হোক আইফোন কিংবা অ্যাপল ওয়াচ, সমানভাবেই জনপ্রিয়। এবার নতুন ওয়াচ আনছে অ্যাপল। ধারণা করা হচ্ছে এ বছরেই আসবে অ্যাপল ওয়াচ আল্ট্রা ২। আইফোন ১৫ এর সঙ্গেই এই ওয়াচটি লঞ্চ হতে পারে।

ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, অ্যাপলের আসন্ন প্রিমিয়াম এবং সবচেয়ে ব্যয়বহুল স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ একটি নতুন গাঢ় রঙের বিকল্পে উপলব্ধ হবে। বর্তমান অ্যাপল ওয়াচ আল্ট্রার বিভিন্ন কেস কালার অপশন নেই। কিন্তু সংস্থা ওয়াচ আল্ট্রার জন্য একটি ডার্ক টাইটানিয়াম রঙের বিকল্প আনবে, এমনটাই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সহজ উপায়

বর্তমান ডিভাইসের জনপ্রিয়তা বিবেচনা করে, এই বছরের মডেলের জন্য একটি ডার্ক টাইটানিয়াম রঙের বিকল্পের সম্ভাবনা এখনো খোলা রয়েছে। অ্যাপল এরই মধ্যে তার অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এবং এসই মডেলগুলোর জন্য বিভিন্ন কেস কালারের অপশন অফার করে।

ধারণা করা হচ্ছে, অ্যাপল ওয়াচ আল্ট্রার দ্বিতীয় প্রজন্মের সংস্করণটি প্রথম প্রজন্মের মডেলের তুলনায় সম্ভাব্যভাবে হালকা হতে পারে। অ্যাপল আইফোন ১৩, আইফোন ১৪ এবং অন্যান্য ডিভাইসে ব্যবহৃত এ১৫ চিপে পাওয়া একই প্রযুক্তির উপর ভিত্তি করে অ্যাপল একটি নতুন এস৯ চিপে কাজ করছে। চিপটি আসন্ন অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এবং পরবর্তী অ্যাপল ওয়াচ আল্ট্রাতে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে।

সূত্র: ফোর্বস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।