গেম খেলতে পারবেন এই স্মার্টওয়াচে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ৩১ জুলাই ২০২৩

স্মার্টওয়াচের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাজেট নির্মাতা সংস্থাগুলো একের পর এক স্মার্টওয়াচ আনছে বাজারে। সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে স্মার্টওয়াচ। দিনে কতক্ষণ হাঁটলেন, কতক্ষণ ঘুমালেন, কতটুকু পানি খেয়েছেন, সব কিছুর উপরেই নজর রাখবে স্মার্টওয়াচগুলো।

এবার স্মার্টওয়াচে গেম খেলারও সুযোগ পাবেন। যারা অনলাইন গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই স্মার্টওয়াচ হতে পারে প্রথম পছন্দ। ফায়ার বোল্ট নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ। যার নাম ফায়ার বোল্ট গ্ল্যাডিয়েটর প্লাস এবং দেখতে হবে অ্যাপল ওয়াচের মতো। যারা দামের জন্য অ্যাপল ওয়াচ কিনতে পারছেন না তারা এটি নিতে পারেন।

আরও পড়ুন: স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সহজ উপায়

স্মার্টওয়াচটিতে একটি ১.৯৬ ইঞ্চি স্ক্রিন রয়েছে। এই ঘড়িটি ৬০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ব্লুটুথ কলিং সাপোর্টও রয়েছে। এই ঘড়িটিতে আপনি সিঙ্ক কল হিস্ট্রি, ফাস্ট ডায়াল প্যাড এবং কল রিসিভ করার সুবিধা পাবেন। ইনবিল্ট মাইক এবং স্পিকার ছাড়াও কোম্পানি এই স্মার্টওয়াচে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দিয়েছে।

নেভিগেশনের জন্য ঘড়ির পাশে একটি ক্রাউন বোতামও রয়েছে। এতে আপনি প্রচুর হেলথ ফিচারও পেয়ে যাবেন। স্মার্ট নোটিফিকেশন, ওয়েদার আপডেট, মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল ছাড়াও ইনবিল্ট গেমস দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি এতে গেমও খেলতে পারবেন। কোম্পানির দাবি, গ্রাহকরা ক্লাসিক মোডে ৭ দিনের বেশি ব্যাটারি লাইফ পাবেন, স্ট্যান্ডবাই মোডে এই স্মার্টওয়াচটি ২০ দিন ধরে চলবে।

ফায়ার বোল্টের এই ঘড়িটি সিলিকন, নাইলন স্ট্র্যাপ এবং মেটাল স্ট্র্যাপ ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। যার দাম থাকছে সিলিকন, নাইলন স্ট্র্যাপ ২ হাজার ৯৯৯ টাকা এবং মেটাল স্ট্র্যাপের ভ্যারিয়েন্টের দাম ৩ হাজার ৪৯৯ টাকা। কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও আপনি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচটি কিনতে পারবেন।

সূত্র: গিজমোচায়না

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।