হিরো আনছে ই-বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৭ জুলাই ২০২৩

জিরো মোটরসাইকেলের সঙ্গে জুটি বেধে বৈদ্যুতিক বাইক আনছে হিরো মটোকর্প। জ্বালানি চালিত বাইক থেকে এবার ইভি বাজারে দাপানোর প্রস্তুতি সারছে সংস্থাটি। এরই মধ্যে অনেক সংস্থা বৈদ্যুতিক বাইক এনেছে বাজারে। তবে হিরো এখনো বৈদ্যুতিক বাইকের দিকেই ঝুঁকছে।

বৈদ্যুতিক বাইকের বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে তোড়জোড় শুরু করেছে হিরো। তবে ঠিক কবে এই বাইক লঞ্চ হবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, খুব শিগগির এই বাইক লঞ্চ হতে পারে।

আরও পড়ুন: তিন চাকার ই-স্কুটার এলো বাজারে

কম দামি বাইকের পাশাপাশি দামি বৈদ্যুতিক বাইকের বাজারেও আসতে চাইছে হিরো মটোকর্প। বর্তমানে সংস্থাটি তাদের ব্র্যান্ড নিউ হার্লে-ডেভিডসন এক্স৪৪০ বাইক নিয়ে ব্যস্ত সময় পার করছে। মার্কিন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে এই বাইকটি লঞ্চ করেছে হিরো।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক বাইকের বাজারে স্টার্ট-আপ সংস্থাগুলো ছাড়া বড় কোনো নাম নেই। তাই এখন থেকেই নতুন বাইক লঞ্চ করলে ক্রেতাদের ধরে রাখতে পারবে তারা। এর অন্যতম একটি উদাহরণ আল্ট্রাভায়োলেট এফ৭৭। এটি একটি দ্রুত গতির বৈদ্যুতিক মোটরবাইক। এই সংস্থায় বিনিয়োগ করেছে টিভিএস মোটর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।