যে কোনো মুহূর্তে হারাতে পারেন গুগল অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৩ জুলাই ২০২৩

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। তবে যদি হঠাৎ দেখেন আপনার গুগল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে।

হ্যাঁ, গুগল কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্ট, জি-মেইল ডিলিট করে দেবে। এতে গুগলে থাকা সব তথ্য, ছবি, ভিডিও হারাতে পারেন। তারপরও কেন গুগল অনেকের জি-মেইল অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে? এমন প্রশ্নই সবার মনে। আসলে যারা ২ বছরের বেশি সময় ধরে জি-মেইল অ্যাকাউন্ট লগইন করেননি তারা বিপদে পড়তে পারেন।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

গুগল সিদ্ধান্ত নিয়েছে যেসব জি-মেইল অ্যাকাউন্টে ২ বছরের বেশি সময় ধরে লগইন করা হয়নি, সেইসব অ্যাকাউন্ট সরিয়ে দেবে তারা। ইনঅ্যাকটিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নতুন আপডেট নিজেদের পলিসিতে যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ।

তবে অ্যাকাউন্ট ডিলিট করার আগে কোম্পানি একটি সতর্কতামূলক মেইলও পাঠাবে। যাতে বলা হবে যে, আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট না খোলেন তাহলে সেই অ্যাকাউন্টের সব ডেটা মুছে ফেলা হবে। অর্থাৎ ছবি, মেইল ইত্যাদি সবকিছু মুছে যাবে। আপনার অ্যাকাউন্ট ডিলিট হওয়ার থেকে বাঁচাতে চাইলে যা করবেন-

>> ২ বছরের বেশি সময় যদি আপনার কোনো অ্যাকাউন্ট অব্যবহৃত থাকে তাহলে সেই অ্যাকাউন্টটি সক্রিয় করে নিন।

>> আপনার গুগল অ্যাকাউন্ট সক্রিয় করতে চান, তাহলে প্রথমে এটিতে লগইন করুন। তারপর মেইল, ড্রাইভ ইত্যাদি ব্যবহার করুন।

>> গুগল প্লেস্টোর থেকে অ্যাপস ডাউনলোড করুন।

>> পাশাপাশি ইউটিউব ভিডিও দেখতে থাকুন সেই গুগল অ্যাকাউন্ট থেকে।

তবে যাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খোলা আছে, তাদের কিছু হবে না। অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হবে সেটিই গুগলে থাকবে। ইউটিউব শুধু ব্যক্তিগত অ্যাকাউন্ট মুছে দিচ্ছে। আপনার যদি ব্যবসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাউন্টটি যুক্ত থাকে, তাহলে তা নিরাপদ।

সূত্র: দ্য ভার্জ

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।