শিগগির ই-বাইক আনছে রয়্যাল এনফিল্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৩ মে ২০২৩

বর্তমানে বিশ্বের অন্যতম স্টাইলিশ ও জনপ্রিয় বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড। বাইকপ্রেমী না হলেও এর দুর্দান্ত লুকে যে কারও চোখ আটকে যায়। এমনকি প্রতি বছর বাইক বিক্রিতে রেকর্ড গড়ছে রয়্যাল এনফিল্ড।

এবার জনপ্রিয়তা ধরে রাখতে বৈদ্যুতিক বাইক আনছে রয়্যাল এনফিল্ড। এরই মধ্যে রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নানা মাধ্যমে এই বাইকের ইলেকট্রিক অবতার নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে খুব শিগগির আসছে রয়্যাল এনফিল্ড।

আরও পড়ুন: মাইলেজ ভালো পেতে বাইকের গতি কত রাখবেন

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ অর্থবছরের আর্নিং কলে এই কথা। কয়েক মাসের মধ্যেই এই বাইকের বৈদ্যুতিক রূপ দেখতে চলেছে বাইকপ্রেমীরা। মূলত ভারতের বাজারে আসছে এই বাইক।

স্পেনের সংস্থা স্টার্ক ফিউচারের সঙ্গে হাত মিলিয়ে এই ইলেকট্রিক বাইক বানাতে চলেছে রয়্যাল এনফিল্ড। গত বছর স্টার্ক মোটরে ৪৩৯ কোটি টাকা বিনিয়োগ করে ১০.৩৫ শতাংশ স্টেক কেনে রয়্যাল এনফিল্ড। এই ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি করার জন্য ভারতের তামিলনাড়ুতে নতুন কারখানা খুলছে সংস্থা। ধারণা করা হচ্ছে খুব শিগগির বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের ই-বাইক।

সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।