১ দিনে ১০ বিলিয়ন ডলার আয় মার্ক জাকারবার্গের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০২৩

মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নানা কারণে আলোচনায় থাকেন। এবার মাত্র ১ দিনে আয় করলেন ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ। কিছুদিন আগেই দুই দফায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছেন মার্ক জাকারবার্গ। এরই মধ্যে এই আয়ের খবর সামনে এসেছে।

ফেসবুক, ইনস্টাগ্রামের ১১ হাজার কর্মী গত বছরেই ছাঁটাই করেছে মেটা। যা কোম্পানির ১১ শতাংশ কর্মসম্পদ। এমনকি যেই কর্মী বা এইচআররা কর্মী নিয়োগের দায়িত্বে ছিলেন তাদেরকেও মার্চ মাসে ছাঁটাই করেছে মেটা। সবমিলিয়ে কোম্পানি থেকে কাজ হারিয়েছেন ২১ হাজারের বেশি কর্মচারী।

এরই মধ্যে মার্ক জাকারবার্গ বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় এগিয়ে গেলেন এক ধাপ। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে ১২ নম্বরে রয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। শেয়ার বাজারে কোম্পানির মূল্য ১২.৮ শতাংশ বেড়েছে। যার ফলে একদিনেই ১০ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়েছে মার্ক জাকারবার্গের। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: মেসেঞ্জার অ্যাপেও অনলাইন গেম খেলা যাবে

বর্তমানে জাকারবার্গের সম্পত্তির পরিমাণ ৮৭.৩ বিলিয়ন ডলার। মুকেশ আম্বানিকে সরিয়ে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন তিনি। মুকেশ আম্বানি বিশ্বের ধনী তালিকায় ১৩ নম্বরে নেমে গেছেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে বলে মনে করেন মার্ক জুকারবার্গ। সংস্থার বিনিয়োগকারীদের সঙ্গে উপার্জন সংক্রান্ত আলোচনায় তিনি জানান, আমাদের প্রাথমিক লক্ষ্য এখন এআই। তিনি মনে করেন এই ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। কোটি কোটি মানুষের জন্য তিনি ‘এআই এজেন্ট’ নিয়ে আসতে চান।

সূত্র: ব্লুমবার্গ

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।