শাহরুখ, অমিতাভসহ টুইটারের ব্লু টিক হারালেন যারা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২১ এপ্রিল ২০২৩

টুইটারের ব্লু টিক পেতে সাবস্ক্রিপশন করতে হবে সে কথা অনেক আগেই ঘোষণা দিয়েছে ইলন মাস্ক। টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর থেকেই নানান পরিবর্তন এনেছে সাইটটিতে। তার মধ্যে ব্লু টিক সাবস্ক্রিপশন অন্যতম।

যারা আগে থেকেই ব্লু টিকের মালিক ছিলেন তাদেরও নতুন করে সাবস্ক্রিপ্সহন করতে হবে। তবে অনেকেই ব্যাপারটিকে তেমন আমলে নেননি। যারা সাবস্ক্রিপশন করেননি তাদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক মুছে দিলো টুইটার। সেই তালিকায় আছেন সাংবাদিক, শিক্ষাবিদ, বিশ্বনেতা, সেলিব্রিটি এবং ক্রীড়া তারকারাও।

ব্লু টিক হারানোর তালিকায় আছেন শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন। এছাড়া আরও আছেন পোপ ফ্রান্সিস, দীপিকা পাডুকোন, অক্ষয় কুমার, প্রিয়াংকা, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি, শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, সাকিব আল হাসান।

আরও পড়ুন: টুইটারের ‘ডব্লিউ’ সরিয়ে কী ইঙ্গিত দিলেন ইলন মাস্ক?

আমেরিকার বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস এবং লেখক স্টিফেন কিং। আরও রয়েছে ‘হ্যারিপটার’ সিরিজের লেখিকা জে কে রাউলিং, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে।

মার্কিন র‍্যাপার জে-জেড, কিম কার্দাশিয়ান, জাস্টিন বিবার, সেলেনা গোমেজ, শাকিরা, জেনিফার লোপেজ, ক্যাটি পেরি, বেয়ন্স, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, এমনকি টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির অ্যাকাউন্ট থেকেও উধাও ব্লু টিক।

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় আছে টুইটার। গত বছর ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। টুইটারের জন্য মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। এরপর থেকেই টালমাটাল অবস্থা লেগেই রয়েছে ওই মাইক্রো ব্লগিং সাইটে। সেই সময় আয় বাড়াতে ব্লু টিক সাবস্ক্রিপশনের ঘোষণা দেয় ইলন মাস্ক।

সূত্র: সিএনএন, ডেইলি মেইল

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।