বৈদ্যুতিক সুইচ বোর্ড পরিষ্কার করার কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৭ এপ্রিল ২০২৩

নিয়মিত ঘর পরিষ্কার করলেও অনেকে বাদ রাখেন বৈদ্যুতিক সুইচ বোর্ডগুলো। বারবার ব্যবহার করার কারণে খুব দ্রুত এগুলো ময়লা হয়ে যায়। দাগ ময়লা লেগে দেখতেও খারাপ লাগে ভীষণ। ঈদের সময় ঘরের সৌন্দর্য নষ্ট করবে নোংরা বৈদ্যুতিক সুইচ বোর্ডগুলো।

চলুন জেনে নেওয়া যাক এগুলো পরিষ্কার করার সহজ কৌশল-

বিজ্ঞাপন

>> প্রথমে অবশ্যই ঘরের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিন। পায়ে পরুন চামড়ার স্যান্ডেল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয় থাকবে না।

>> সরাসরি পানি দিয়ে সুইচ বোর্ড পরিষ্কার করতে যাবেন না। এজন্য ব্যবহার করতে পারেন টুথপেস্ট। প্রয়োজনমতো টুথপেস্টের সঙ্গে বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: পুরোনো এসি কেনার আগে যা খেয়াল রাখবেন

>> এবার এই মিশ্রণটি স্যুইচ বোর্ডে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে বোর্ডটি ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিন।

>> বৈদ্যুতিক সুইচ বোর্ড পরিষ্কার করতে যে কোনো সাধারণ ক্লিনিং স্পিরিট ব্যবহার করতে পারেন। একটি সুতি কাপড়ে স্পিরিট লাগিয়ে সুইচ বোর্ড ভালোকরে ঘষে পরিষ্কার করে নিন। খেয়াল রাখবেন সুইচের ভেতরে যেন ঢুকে না যায় স্পিরিট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> আপনার ঘরে থাকা নেইল পলিশ রিমুভারও কাজে লাগাতে পারেন সুইচ বোর্ডগুলো চকচকে বানাতে।

সূত্র: ফিনোলেক্স

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।