মারুতি সুজুকির নতুন সিএনজি গাড়ি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২০ মার্চ ২০২৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সিএনজিচালিত গাড়ির জনপ্রিয়তা। অনেকে আবার প্রতিদিনের জ্বালানি খরচ বাঁচাতে তেলচালিত গাড়ি সিএনজিতে রূপান্তর করছেন। সিএনজিচালিত গাড়ির জনপ্রিয়তা থাকায় বৈদ্যুতিক গাড়ির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত নতুন সিএনজিচালিত গাড়ি বাজারে আনছে নির্মাতা সংস্থাগুলো।

এবার মারুতি সুজুকি নিয়ে এলো তাদের নতুন একটি সিএনজিচালিত গাড়ি। যার নাম মারুতি সুজুকি ব্রেজা সিএনজি। মোট চারটি ভ্যারিয়েন্টে এসেছে এই গাড়ি। সেগুলো হচ্ছে- এলএক্সআই, ভিএক্সআই, জেডএক্সআই এবং জেডএক্সআই ডুয়াল টোন। যেগুলোতে থাকছে বৈদ্যুতিক সানরুফ, ক্রুজ কন্ট্রোল, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোসহ স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, পুশ স্টার্টসহ বেশ কয়েকটি ফিচারও আলাদাভাবে দেওয়া হয়েছে।

ব্রেজা সিএনজির স্টাইলিং এবং ডিজাইনে কোনো পরিবর্তন হয়নি। তবে পরিবর্তন দেখা যাবে এসইউভির ইঞ্জিনে। ২০২৩ মারুতি সুজুকি ব্রেজায় একটি ১.৫ লিটার ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ১০৩ পার আওয়ার শক্তি এবং ১৩৮ এনএম পিক টর্ক তৈরি করে। কোম্পানি এই ইঞ্জিনে ম্যানুয়াল এবং অটো উভয় ট্রান্সমিশনই দিয়েছে, আর আগের ভার্সনটিতে শুধু একটি ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। সংস্থার দাবি, নতুন ব্রেজা সিএনজি গাড়িটি এক কেজি সিএনজিতে ২৫.৫ কিলোমিটারের বেশি চালানো যাবে।

আরও পড়ুন: নতুন সেডান গাড়ি আনছে হুন্দাই

এছাড়াও এই ভার্সনটিতে আগের ভার্সনের মতো একটি ৯-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, চারটি স্পিকার, প্যাডেল শিফটার, সিঙ্গেল-পেন সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস ফোন চার্জিং, হেড-আপ ডিসপ্লে এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরার মতো ফিচারগুলো রয়েছে।

এছাড়া নিরাপত্তার জন্য এই গাড়িতে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল-হোল্ড অ্যাসিস্ট, ইবিডিসহ এবিএস এবং রিয়ার পার্কিং সেন্সর দেওয়া হয়েছে। গাড়িটির দাম ভ্যারিয়েন্ট ভেদে ৯ লাখ ১৪ হাজার থেকে ১২ লাখ ৫ হাজার টাকা পর্যন্ত ভারতে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।