২০২২ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যে ১৫ অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ৩০ ডিসেম্বর ২০২২

স্মার্টফোনের আগমনের সঙ্গে সঙ্গে প্রতি বছর অ্যাপের ব্যবহার বাড়ছে। সারাবছর বিভিন্ন সময় নানান কাজে অনেক ধরনের অ্যাপ ডাউনলোড করে থাকেন। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের নিঃশ্বাস নেওয়ার সময় নেই এক দণ্ড। সারাক্ষণ বিশ্বের কোথাও না কোথাও ডাউনলোড করা হচ্ছে কোনো না কোনো অ্যাপ। তবে বছরের সবচেয়ে বেশি যেসব অ্যাপ ডাউনলোড করা হয়েছে সেই তালিকা প্রকাশ করলো প্রযুক্তি বিষয়ক সাইট সফটওয়্যার টেস্টিং হেল্প।

সেই তালিকায় আছে সামাজিক প্ল্যাটফর্ম, ই-কমার্স এবং মোবাইল গেম। যেগুলো গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোড করা হয়েছে অসংখ্যবার। এর মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো। এই তালিকায় আছে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে সাবওয়ে সার্ফার-এর মতো গেমিং অ্যাপগুলোও। তবে গতবারের মতো এবারও শীর্ষে আছে শর্ট ভিডিও তৈরির অ্যাপ টিকটক।

চলুন জেনে নেওয়া যাক এ বছর সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে এমন ১৫ অ্যাপের তালিকা।
১. টিকটক
২. ইনস্টাগ্রাম
৩. ফেসবুক
৪. হোয়াটসঅ্যাপ
৫. টেলিগ্রাম
৬. জুম
৭. স্ন্যাপচ্যাট
৮. ফেসবুক মেসেঞ্জার
৯. ক্যাপকাট
১০. স্পোটিফাই
১১. ইউটিউব
১২. এইচবিও ম্যাক্স
১৩. ক্যাশ অ্যাপ
১৪. সাবওয়ে সার্ফার
১৫. রোবলক্স

সূত্র: সফটওয়্যার টেস্টিং হেল্প

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।