আইফোন ১৪ প্রো নাকি গুগল পিক্সেল ৭ প্রো কোনটির ক্যামেরা ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২

বর্তমানে স্মার্টফোনের জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বেশি যে ফিচারটির সাহায্য করেছে তা হচ্ছে ফোনের ক্যামেরা। ফোন কেনার আগেই ক্যামেরা কেমন হবে সেটার ব্যাপারেই বেশি চিন্তিত থাকেন সবাই। হালের জনপ্রিয় স্মার্টফোন আইফোনের জনপ্রিয়তা কিন্তু ক্যামেরার কল্যাণেই। তারাই প্রথম ১২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনে বাজারে।

সম্প্রতি বাজারে এলো গুগলের পিক্সেল প্রো ৭ ফোনটি। টেক জায়ান্ট গুগলের দাবি, ফোনটি প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাপলের আইফোন ১৪ প্রো-এর সঙ্গে। এমনকি আইফোন ১৪ প্রো-এর তুলনায় এর ক্যামেরাও থাকছে আরও উন্নত। গুগলের পিক্সেল প্রো ৭ ফোনটির প্রাইমেরি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল সেখানে আইফোন ১৪ প্রো ফোনটির ৪৮ মেগাপিক্সেল।

চলুন দেখে নেওয়া যাক আইফোন ১৪ প্রো বনাম পিক্সেল ৭ প্রো কোনটির ক্যামেরা কেমন-

আইফোন ১৪ প্রো ক্যামেরা
প্রাইমেরি ক্যামেরা
রেজোলিউশন: ৪৮ মেগাপিক্সেল
অ্যাপারচার: এফ/ ১.৭৮

ওয়াইড-এঙ্গেল ক্যামেরা
রেজোলিউশন: ১২ মেগাপিক্সেল
অ্যাপারচার: এফ/ ২.২
ফিল্ড অব ভিউ: ১২০ ডিগ্রী

টেলিফটো ক্যামেরা
রেজোলিউশন: ১২ মেগাপিক্সেল
অ্যাপারচার: এফ/ ২.৮
অপটিক্যাল জুম: ৩X
সর্বোচ্চ জুম: ১৫X

ডেপথ সেন্সর: আছে

সেলফি ক্যামেরা
রেজোলিউশন: ১২ মেগাপিক্সেল
অ্যাপারচার: এফ/ ১.৯

গুগল পিক্সেল ৭ প্রো
প্রাইমেরি ক্যামেরা
রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল
অ্যাপারচার: এফ/ ১.৮৫

ওয়াইড-এঙ্গেল ক্যামেরা
রেজোলিউশন: ১২ মেগাপিক্সেল
অ্যাপারচার: এফ/ ২.২
ফিল্ড অব ভিউ: ১২৬ ডিগ্রী

টেলিফটো ক্যামেরা
রেজোলিউশন: ৪৮ মেগাপিক্সেল
অ্যাপারচার: এফ/ ৩.৫
অপটিক্যাল জুম: ৫X
সর্বোচ্চ জুম: ৩০X

ডেপথ সেন্সর: নেই

সেলফি ক্যামেরা
রেজোলিউশন: ১০.৮ মেগাপিক্সেল
অ্যাপারচার: এফ/ ২.২

সূত্র: এনডিটিভি গ্যাজেট

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।