হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিওর সঙ্গে ক্যাপশন যুক্ত করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ৩০ নভেম্বর ২০২২

হোয়াটসঅ্যাপে এখন কাউকে ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠাতে চাইলে তার সঙ্গে ক্যাপশনও জুড়ে দিতে পারবেন। সেই সুবিধাই নিয়ে এলো বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নানান ফিচার যুক্ত করছেন।

এতদিন ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠানোর সময় ক্যাপশন যোগ করার কোনো সুযোগ ছিল না হোয়াটসঅ্যাপে। হয় আগে ছবি, ভিডিও পাঠিয়ে তারপর আলাদা করে ক্যাপশন লিখতে হত। নয়তো ছবি কপি করে এনে চ্যাটবক্সে বসিয়ে তার সঙ্গে ক্যাপশন যোগ করতে হত। তবে এবার ছবি, ভিডিও এবং জিফ ফাইল পাঠানোর সময়েই সরাসরি ক্যাপশন যুক্ত করে তা পাঠানোর সুবিধা চালু হয়েছে হোয়াটসঅ্যাপে।

আপাতত হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপেই এখন এই ফিচার কাজ করছে। অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ফিচার চালু হয়নি। চলুন জেনে নেওয়া যাক আইওএস ভার্সানের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর সময় ক্যাপশন যোগ করবেন যেভাবে-

>> আপনার আইফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
>> যাকে ছবি পাঠাতে চান তার চ্যাট খুলুন।
>> এবার ছবি বা ভিডিও পাঠানোর সময় তার উপর একটু সময় ট্যাপ করে রাখলেই উপরে বা নিচের দিকে ফরওয়ার্ড অপশন পাবেন।
>> এই অপশনে ট্যাপ করে নির্দিষ্ট কনট্যাক্ট বেছে নিয়ে সেখানে ক্যাপশন লেখার জায়গা দেখতে পাবেন।
>> ক্যাপশন লেখার সময় কিছু ভুল হলে তা মুছে ফেলার ব্যাবস্থাও রয়েছে। এক্ষেত্রে ডায়লগ বক্সের উপরে ডানদিকের কোণে একটি X চিহ্ন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ক্যাপশন মোছা যাবে।
>> একবার কাউকে ক্যাপশন সহ ছবি বা ভিডিও পাঠিয়ে দিলে তা আর পরিবর্তন করা যাবে না।

সূত্র: বিজিআর ইন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।