আইফোনে পানি ঢুকলে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৯ নভেম্বর ২০২২

আইফোনপ্রেমীরা নিশ্চয়ই জানেন, আইফোন জলরোধী। তারপরও কেন আইফোনে পানি ঢোকার কথাই বলা হচ্ছে। আসলে আইফোন জলরোধী হলেও পানিতে ভিজলে চার্জার পোর্ট এবং স্পিকারের মধ্যে পানি প্রবেশ করতে পারে। তবে সঙ্গে সঙ্গেই আপনাকে এই পানি বের করার চিন্তা করতে হবে না। চালের ড্রামের মধ্যে রাখারও চিন্তা নেই। আইফোনেই আছে পানি বের করার বিশেষ ফিচার।

আইফোনে ওয়াটার ইজেক্ট নামের একটি ফ্রি শর্টকাট টুল দেওয়া আছে। যার মাধ্যমে আইফোনে পানি ঢুকলেও যে কোনো সমস্যা রোধ করা যায়। আসলে এই টুল যখন চালানো হয় তখন সেটি কম ফ্রিকোয়েন্সির ১৬৫ হার্জ যুক্ত শব্দ উৎপন্ন করে, যা আইফোনের স্পিকারের থেকে পানি বাইরে বের করতে সাহায্য করে।

জেনে নিন কীভাবে এটি ব্যবহার করবেন-

>> প্রথমে আইফোনে ওয়াটার ইজেক্ট শর্টকাট অ্যাপটি ডাউনলোড করে নিন।

>> এবার ড্রপ ডাউন করে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে।

>> নিজেদের আইফোনে কতটা পানি রয়েছে, সেই অনুযায়ী ইনটেনসিটির স্তর বেছে নিতে হবে। বেশি পরিমাণ পানির জন্য বেশি ইনটেনসিটি সিলেক্ট করুন।

>> যে ইনটেনসিটি বেছে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী ফোনে ফ্রিকোয়েন্সি সাউন্ড উৎপন্ন হবে।

>> এরপর শর্টকাট ডিভাইস সেই ফোনের ভলিউম ৫০ শতাংশ পর্যন্ত কম করে দেবে এবং সেই ইউজারদের নোটিফিকেশন পাঠাবে।

>> হোম স্ক্রিনের ভেতরের পানি বের করতে শর্টকাটে তিনটি বিন্দুতে ট্যাপ করুন এবং অ্যাড হোম স্ক্রিন অপশনটি বেছে নিন।

সূত্র: মেক ইউজ অব

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।